পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝড়ে গাছ উপড়ে মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে অবরোধ - strom

গতকালের ঝড়ে পুরনো গাছ উপড়ে মৃত্যু হয়েছে এক যুবকের । নাম দেবাশিস শীল (25) । তিনি দত্তপুকুরের চালতাবেরিয়ার বাসিন্দা ছিলেন । যুবকের মৃত্যুতে তাঁর পরিবারকে আর্থিক সাহায্য প্রদান ও পুরনো গাছ কাটার দাবিতে আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে এলাকাবাসী ও মৃতের বন্ধুরা ।

রাস্তা অবরোধ

By

Published : May 26, 2019, 2:11 PM IST

Updated : May 26, 2019, 5:00 PM IST

বারাসত, 26 মে : রাস্তার পাশে পুরনো গাছ কাটতে হবে । এবং গতকালের ঝড়ে গাছ চাপা পড়ে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে । এই দাবিতে বিক্ষোভে বসেছিল এলাকাবাসী । দত্তপুকুরের চালতাবেরিয়ার ঘটনা । আজ সকাল আটটা থেকে রাস্তা অবরোধ করে দত্তপুকুরের বাসিন্দারা । প্রশাসনের তরফে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয় ।

গতকাল ঝড়ের দাপটে দত্তপুকুরের চালতাবেরিয়ার যশোর রোডের ধারে একটি মেহগনি গাছ উপড়ে যায় । সেই সময় দেবাশিস শীল (25) নামে এক যুবক গাছের নীচে চাপা পড়ে যান । ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবাশিসের । এই ঘটনায় আহত হন আরও দু'ই জন । গতকালের ঘটনার প্রতিবাদে আজ সকালে মৃতের ছবি নিয়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী ও মৃতের বন্ধুরা । বিক্ষোভকারীদের দাবি, "মৃতের পরিবারের একজনকে চাকরি দিতে হবে ।" পাশাপাশি বিক্ষোভকারীরা বলেন, "এর আগেও এখানে গাছ পড়ে দুর্ঘটনা ঘটেছে । প্রশাসনকে বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি । প্রশাসনের তরফ থেকে শুধু আশ্বাস দেওয়া হয়েছিল । কিন্তু গতকালের এই দুর্ঘটনায় একজনের প্রাণ গেল । তাই পুরনো গাছ কাটতে হবে । যাতে আর ক্ষতি না হয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রায় চারঘণ্টা ধরে অবরোধ চলার ফলে বিপাকে পড়ে নিত্যযাত্রীরা । যানচলাচল আটকে যায় । বারাসত-1 এর জয়েন্ট BDO তরুণকান্তি নস্কর বলেন, "আমরা মৃতের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করব এবং পুরনো গাছ কাটার ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে ।"

Last Updated : May 26, 2019, 5:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details