পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খড়দহে মিলল বিপন্ন প্রজাতির বাঘরোলের দেহ

খড়দহে উদ্ধার হল বিপন্ন প্রজাতির বাঘরোলের মৃতদেহ ৷ প্রাণীটির মৃত্যু কীভাবে হল তা খতিয়ে দেখছে বনবিভাগ ।

By

Published : Jan 22, 2020, 7:23 PM IST

dead-baghrol-found-in-khardah
বাঘরোল

খড়দহ, 22 জানুয়ারি: এবার খড়দহের দোপেড়ে এলাকায় মিলল বিপন্ন প্রজাতির বাঘরোলের দেহ ৷ বুধবার সকালে এলাকার একটি আমবাগানে মৃত বাঘরোলটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থানে আসে । কীভাবে মৃত্যু হল প্রাণীটির তা খতিয়ে দেখছে পুলিশ । পরে বন বিভাগকে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে গিয়ে বাঘরোলের দেহটি উদ্ধার করে বনকর্মীরা ।

শুনুন বনকর্মী অমল কুমার মিত্রের বক্তব্য
প্রসঙ্গত, কোন্নগরের পর গতকাল নদীয়াতেও খোঁজ মিলেছিল বাঘরোলের । এবার খড়দহেও মিলল বিরল প্রজাতির এই প্রাণীর দেহ ৷ বনকর্মী অমল কুমার মিত্র জানান, প্রাণীটি বাঘরোল বা ফিসিং ক্যাট প্রজাতির । কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details