ব্যারাকপুর, 25 জুলাই : ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি দুষ্কৃতীদের ৷ চালানো হয় গুলি ৷ অভিযোগ, অর্জুন সিংয়ের ভাইপো তথা ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান সৌরভ সিংকে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ সৌরভকে লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানো হয় ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে ৷
গতকাল রাতে অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের সামনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ অভিযোগ, পৌরসভা থেকে কাজ সেরে বাড়ির ফেরার সময় ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানকে লক্ষ্য করে পরপর দুটো বোমা ছোড়া হয় ৷ কারা বোমা ছোড়ে সেটা দেখতে সৌরভ এগিয়ে যাওয়ার পরই সাত রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা৷ সৌরভ সিংয়ের অভিযোগ, তৃণমূল নেতা সঞ্জয় সিং, প্রমোদ সিং, রঞ্জিত সিং ও হরিগোবিন্দ সিংয়ের নেতৃত্বে তাঁকে খুন করার উদ্দেশে দুষ্কৃতীরা গুলি ও বোমাবাজি করে ৷
ভিডিয়োয় শুনুন সৌরভ সিংয়ের বক্তব্য সাংসদ অর্জুন সিংয়ের ছেলে তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন, যেখানে সাংসদ-বিধায়ক, পৌরপ্রধানের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কী ভাবে নিরাপত্তায় থাকবেন ৷ এ বিষয়ে পুলিশকে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ খবর পেয়ে রাতেই ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে পুলিশবাহিনী ও RAF-এলাকায় মোতায়েন রয়েছে ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ ঘটনাস্থান থেকে পুলিশ বেশ কয়েকটি বোমা ও কার্তুজের খোল উদ্ধার করেছে ৷
বাড়ির সামনে থেকে উদ্ধার হওয়া কার্তুজের খোল আরও পড়ুন : অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা-গুলি
যদিও ঘটনার সময় BJP সাংসদ বাড়ি ছিলেন না ৷ সংসদে অধিবেশন চলায় সাংসদ অর্জুন সিং এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন ৷ তবে ওই বাড়িতে সৌরভ, পবনসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা থাকেন ৷ ভাটপাড়ার সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনেই CISF-র তিনটি বাঙ্কার রয়েছে ৷ সেখানে 24 ঘণ্টা CISF জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে থাকা সত্ত্বেও কী ভাবে দুষ্কৃতীরা বোমা-গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে গেল, তা নিয়েও উঠছে প্রশ্ন ৷