পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPI(M)-এর বিরাট অংশের ভোট সুইং করেছে BJP-র দিকে : জ্যোতিপ্রিয়

summary-- "CPI(M) ও BJP-র কাউকেই দেখতে পাচ্ছি না । আমি হাবরার MLA । আমার হাবরা পৌরসভার কোনটা এক নম্বর ওয়ার্ড, কোনটা দু'নম্বর ওয়ার্ড তাই ওরা চেনে না । তাহলে কী করে লড়বে আমাদের সঙ্গে ?" গতকাল একথা বলেন জ্যোতিপ্রিয় মল্লিক ।

জ্যোতিপ্রিয় মল্লিক

By

Published : Apr 27, 2019, 9:39 AM IST

Updated : Apr 27, 2019, 10:15 AM IST

বারাসত, 27 এপ্রিল : "CPI(M)-এর এক বিরাট অংশের ভোট সুইং করে গেছে BJP-র দিকে ।" গতকাল বারাসতে কাকলি ঘোষদস্তিদারের মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বললেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

বারাসতের BJP প্রার্থী মৃণালকান্তি দেবনাথ দাবি করেছেন 50 শতাংশের বেশি ভোটে তিনি জয়ী হবেন । সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয়বাবু বলেন, "জনগণ পাগলকে 99 শতাংশ ভোট দেবে । যে পাগল, উন্মাদ । সে যদি প্রতাশা করে ভোট পাবে তাহলে সে পাবে । আর কাকলি ঘোষদস্তিদারকে এক শতাংশ ভোট দেবে । মৃণালকান্তিকে বলুন আগে ভালো করে হাবরার গলিগুলো চিনতে । হাবরার ভৌগোলিক আয়তনই চেনে না, সে বলছে জয়ী হয়ে পার্লামেন্টে যাবে ।" একইভাবে BJP-র কেন্দ্রীয় কমিটির নেতা কৈলাস বিজয়বর্গীয়কেও 'উন্মাদ' বলে কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় মল্লিক ।

ভিডিয়োয় শুনুন জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য

পাশাপাশি মদন মিত্রের প্রশংসা করে বলেন, "মদন আনন্দ দিয়ে জেতায় । এবারেও মদন জিতবে । মদন খুব ভালো লিডার, ভালো বক্তা । মদন পরোপকারী । মদনকে রাত 2টোয় ডাকলেও পাবেন, আবার ভোর 4টেয় ডাকলেও পাবেন । এবার অর্জুন সিং বুঝতে পারবে কত ধানে কত চাল ।"

ভোট পর্বের শুরুতে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, "উত্তর 24 পরগনা জেলার পাঁচ আসনে CPI(M)-এর সাথে লড়াই তৃণমূলের ।" কিন্তু, গতকাল 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বলেন, "CPI(M)-র একটা বড় অংশ BJP-র দিকে চলে গেছে ।" অতীতের এই বক্তব্যকে স্মরণ করাতেই তিনি বলেন, "CPI(M)-কে দেখতেই পাচ্ছি না ।" যদিও তারপরই বক্তব্য সংশোধন করে বলেন, "CPI(M) ও BJP-র কাউকেই আমরা দেখতে পাচ্ছি না । আমি হাবরার MLA । আমার হাবরা পৌরসভার কোনটা এক নম্বর ওয়ার্ড, কোনটা দু'নম্বর ওয়ার্ড তাই ওরা চেনে না । তাহলে কী করে আমাদের বিরুদ্ধে লড়বে?"

Last Updated : Apr 27, 2019, 10:15 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details