পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আর্থিক অনটন নিয়ে বিবাদ, আত্মঘাতী দম্পতি - SUICIDE

আর্থিক অনটন নিয়ে বিবাদের জেরে রাতের অন্ধকারে একই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী।

আত্মঘাতী দম্পতি

By

Published : Mar 6, 2019, 3:27 PM IST

নদীয়া, ৬ মার্চ : আর্থিক অনটন নিয়ে বিবাদের জেরে রাতের অন্ধকারে একই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী। মৃত দম্পতির নাম মলয় সেন (৩০) ও সুপ্রিয়া সেন (২৫)।
ঘটনাটি নদীয়ার রানাঘাট থানার হবিবপুর এলাকার।

মলয় সেন পেশায় দিনমজুর। ৫ বছর আগে সুপ্রিয়া সেনকে তিনি বিয়ে করেন। তাদের ৪ বছরের একটি কন্যাসন্তান আছে। মলয় ও সুপ্রিয়ার মধ্যে পরিবারে আর্থিক অনটনের জন্য প্রায়ই অশান্তি হত। আর এই অশান্তির জেরেই দম্পতি আত্মঘাতী হয়েছে বলে মনে করছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। তারপরই আজ সকালে ঘরের ভিতর দম্পতির ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় মানুষজন।

ঘটনাস্থানে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details