পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলে 'ফেরা' কাউন্সিলরদের টিকিট পাওয়ার সম্ভাবনা আছে : জ্যোতিপ্রিয়

যে সমস্ত কাউন্সিলর BJPতে গিয়ে পুনরায় তৃণমূলে ফিরে এসেছেন তাঁদের পৌরসভার নির্বাচনে টিকিট দেওয়া হবে কী না সেটা দল ঠিক করবে ৷ তবে 90 শতাংশ তাঁদের টিকিট পাওয়ার সম্ভাবনা আছে ৷ বললেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ প্রসঙ্গত গত বছর BJP-র দিল্লি সদর দপ্তরে গিয়ে যোগ দেন উত্তর 24 পরগনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন কাউন্সিলর । কিন্তু পরে অনেকেই ফিরে এসেছেন তৃণমূলে ।

Jyotipriya Mallick
জ্যোতিপ্রিয় মল্লিক

By

Published : Jan 18, 2020, 11:52 PM IST

দমদম, 18 জানুয়ারি : পৌরসভা নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রে বর্তমান কাউন্সিলরদের কথা আগে বিবেচনা করা হবে । এমনকী যে সমস্ত কাউন্সিলর BJP-তে গিয়ে ফের তৃণমূলে ফিরে এসেছেন, টিকিট বণ্টনের ক্ষেত্রে তাঁদের কথাও আগে বিবেচনা করা হবে ৷ তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল ৷ দমদম পৌরসভা হলে একটি দলীয় সমাবেশে এসে জানালেন তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

শুক্রবার উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তী 27 টি পৌরসভার মধ্যে 24 টি পৌরসভার সংরক্ষিত তালিকা প্রকাশ করেন । ডিলিমিটেশনের ফলে বর্তমান অনেক কাউন্সিলর তাঁদের পছন্দের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না । তাঁদের দমদমের কর্মিসভা থেকে আশ্বস্ত করেন জ্যোতিপ্রিয় মল্লিক । টিকিট বণ্টন নিয়ে তিনি জানান, "দল ঠিক করবে কাকে টিকিট দেওয়া হবে ৷ বর্তমান কাউন্সিলরদেরও আমরা টিকিট দিই ৷ টিকিট না দেওয়ার কোন প্রশ্ন নেই, যদি না তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ থাকে ৷

পৌরসভা নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রে বর্তমান কাউন্সিলরদের কথা আগে বিবেচনা করা হবে

প্রসঙ্গত গত বছর BJP-র দিল্লি সদর দপ্তরে গিয়ে যোগ দেন উত্তর 24 পরগনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন কাউন্সিলর । কিন্তু পরে অনেকেই ফিরে এসেছেন তৃণমূলে । BJP-তে যারা গিয়ে ফের তৃণমূলের ফিরে এসেছেন তাঁদের কী আসন্ন পৌরসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তাঁদের টিকিট দেওয়া হবে কী হবে না সেটা দল ঠিক করবে ৷ 90 শতাংশ তাঁদের টিকিট পাওয়ার সম্ভাবনা আছে৷ তবে সেটি দল ঠিক করবে ৷"

ABOUT THE AUTHOR

...view details