পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গ্রেপ্তার হালিশহর পৌরসভার কাউন্সিলর, পরে জামিনে মুক্ত

হালিশহর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন দেবাশিস দত্ত । লোকসভা নির্বাচনের পর তিনি BJP-তে যোগদান করেন । অন্যদিকে, নৈহাটি পৌরসভা 8 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন গণেশ দাসও । পরে তিনি BJP-তে যোগদান করেন ।

দেবাশিস দত্ত

By

Published : Aug 17, 2019, 8:03 PM IST

হালিশহর, 17 অগাস্ট : অবরোধে শামিল হওয়ায় গ্রেপ্তার হালিশহর পৌরসভার কাউন্সিলর দেবাশিস দত্ত ওরফে রাজা দত্ত । তিনি নৈহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গণেশ দাসকে গ্রেপ্তারির প্রতিবাদে অবরোধে শামিল হয়েছিলেন । ধৃত দেবাশিস দত্তকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন ।

হালিশহর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন দেবাশিস দত্ত । লোকসভা নির্বাচনের পর তিনি BJP-তে যোগদান করেন । অন্যদিকে, নৈহাটি পৌরসভা 8 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন গণেশ দাসও । পরে তিনি BJP-তে যোগদান করেন । গতকাল নৈহাটি রামকৃষ্ণ মোড় এলাকায় তৃণমূল ও BJP-র সংঘর্ষে জখম হয় দুই জন । এই ঘটনায় পুলিশ গণেশ দাসকে গ্রেপ্তার করে । এরপরই পথ অবরোধ করে দফায় দফায় প্রতিবাদ করেন BJP-র কর্মীরা । দেবাশিস দত্তও ঘোষপাড়া রোডের কোনাকলোনি মোড় অবরোধ করেন । এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবাশিস দত্তকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন । পাশাপাশি গণেশ দাসকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

ABOUT THE AUTHOR

...view details