গাইঘাটা, 13 জুন :তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য অনুমোদিত সাবসিটি লোন টাকার বিনিময়ে অন্যান্য অবস্থাপন্ন লোকেদের পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত সুটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে (Corruption complaints against Sutia Gram Panchayet)। এসসি-এসটিদের কাছ থেকে টাকা নিয়ে লোন না-দেওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে । উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা । এই বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা ।
সুটিয়া গ্রাম পঞ্চায়েতটি তৃণমূল পরিচালিত । অভিযোগ, এই অঞ্চলের প্রধান মিহির বিশ্বাস, উপপ্রধান স্বপন বিশ্বাস ও পূর্ত কর্মাধ্যক্ষ বিকাশ বিশ্বাস বিগত চার বছর ধরে মহিলা সমৃদ্ধি যোজনা ও এসসিপি লোনের টাকা তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের বঞ্চনা করে, টাকার বিনিময়ে সাধারণ অবস্থাপন্ন মানুষদের তা পাইয়ে দিচ্ছেন ।
আরও পড়ুন :Malda Flood Relief Corruption: গ্রুপ-ডি কর্মচারী অ্যাকাউন্টে বন্যাত্রাণের 69 লক্ষ টাকা! দুর্নীতির অভিযোগে বিডিও-র বিরুদ্ধে মামলা
এই বিষয়ে 9 জুন দশজন অবস্থাপন্ন লোন প্রাপকের তালিকা-সহ কয়েকজন গ্রামবাসী গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ জানান । তাঁদের অভিযোগ, "অনেক এসসি-এসটি সম্প্রদায়ের লোকেরা বারবার সাবসিটি লোনের জন্য কাগজপত্র জমা দিয়েও লোন পাচ্ছে না । কিন্তু এলাকার পঞ্চায়েত সদস্য বিকাশ বিশ্বাস টাকার বিনিময় জেনারেলদের সেই লোন পাইয়ে দিচ্ছেন । যাঁদেরকে এই লোন পাইয়ে দেওয়া হচ্ছে তাঁরা যথেষ্ট অবস্থাপন্ন ৷ প্রধান তাঁর সহ-কর্মীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজটি ব্যবসায়িক ভিত্তিতে করে চলেছেন ।"
মহিলা সমৃদ্ধি যোজনা ও এসসিপি লোনের টাকা পাইয়ে দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনেকেই অভিযোগ জানান, সাবসিটি লোন দেওয়ার কথা বলে বিকাশ বিশ্বাস এক বছর, দু'বছর আগে সাড়ে সাতশো টাকা করে নিয়েছেন এসসি-এসটিদের কাছে ৷ কিন্তু তারপরেও তাঁদেরকে লোন দেওয়া হয়নি ।
আরও পড়ুন :Mamata Banerjee Sister In-Law Exposes Corruption: দিদির দুয়ারে দুর্নীতি! হাতেনাতে ধরলেন 'কাউন্সিলর বউদি' কাজরী বন্দ্যোপাধ্যায়
একই অভিযোগ সুটিয়ার বিজেপি নেতা বাবলু দাসের । তিনি বলেন, " পাঁচ-ছ'বছর ধরে প্রধান, উপ-প্রধান ও পঞ্চায়েত সদস্য বিকাশ বিশ্বাস লোকের কাছ থেকে সাতশো, হাজার, দু'হাজার করে টাকা নিয়ে এসসি-এসটিদের লোন অবস্থাপন্ন লোকেদের পাইয়ে দিচ্ছেন ৷ যাদের বড় বাড়ি আছে, সরকারি চাকরি করে এমন পরিবারকে লোন দেওয়া হচ্ছে ৷ প্রধান, উপ-প্রধান এবং বিকাশ বিশ্বাসকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি । তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব ৷"
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিহির বিশ্বাস । তাঁর কথায়, "যেসব মহিলারা জন্মসূত্রে এসসি কিন্তু অবস্থাপন্ন ঘরে বিয়ে হয়েছে তাঁরা হয়তো লোন পেতে পারেন । কিন্তু কারা পেয়েছে আমার জানা নেই । এত বড় পঞ্চায়েত এলাকায় কে এসসি কে জেনারেল সবসময় আমার পক্ষে জানা সম্ভব নয় । মেম্বাররা যেভাবে লিস্ট পাঠায় সেইভাবে লোন দেওয়া হয় । কোথায় কারা অভিযোগ করেছে তা আমার জানা নেই ৷"
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস । তিনি বলেন, "এসসিপি লোন এসসি-এসটিদের দেওয়ার কথা । তবে যদি কোনও সাধারণ ক্যাটাগরির লোক পায় তাহলে আমরা এর সমর্থন করি না । অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে ৷"
আরও পড়ুন :Corruption Allegation Against councillor : দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ- অবরোধ তৃণমূল সমর্থকদের