পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ashoknagar walls threat: বাড়ির দেওয়ালে খুনের হুমকি-সহ অশ্রাব্য ভাষায় কটূক্তি, ঘুম উড়েছে এলাকাবাসীর

গৃহস্থের বাড়ির পিলার এবং দেওয়ালে লেখা অশ্রাব্য ভাষায় কটূক্তি (Ashoknagar walls threat)। পুলিশে অভিযোগ করেও সমস্য়ার সমাধান হয়নি ৷ আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন এলাকাবাসী ৷ ঘটনাটি অশোকনগর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে ৷

Ashoknagar walls threat
বাড়ির দেওয়ালে লাগাতার অশ্রাব্য ভাষায় কটুক্তি, আতঙ্কে এলাকাবাসী

By

Published : Apr 22, 2022, 7:15 PM IST

অশোকনগর, 22 এপ্রিল: কোথাও দেওয়া হয়েছে খুনের হুমকি । আবার কোথাও রয়েছে অশ্রাব্য ভাষায় কটূক্তি (Ashoknagar walls threat) । রাতের অন্ধকারে গৃহস্থের বাড়ির পিলার এবং দেওয়ালে লেখা, এমনই সব কাণ্ড ঘটে চলেছে দিনের পর দিন । যার জেরে আতঙ্কে ঘুম উড়েছে অশোকনগর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের । আতঙ্ক এতটাই গ্রাস করেছে যে, ভয়ে বাড়ির বাইরে বেরতেও সাহস পাচ্ছেন না এলাকাবাসী । ইতিমধ্যে আতঙ্কিত বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে পুলিশ । কিন্তু তারপরও গৃহস্থের বাড়িতে হুমকি দেওয়া লেখা বন্ধ হয়নি বলে অভিযোগ । ঘটনার পিছনে কোনও দুষ্টুচক্রের হাত থাকতে পারে বলে অনুমান পুলিশের । তবে সেই চক্রের সন্ধান এখনও মেলেনি ।

আরও পড়ুন :OASIS Scholarship Scam : ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে স্কলারশিপ কাণ্ডে এবার নাম জড়াল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের

জানা গিয়েছে, নববর্ষের দিনে ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে । ওইদিন শিখা পাল নাম এক মহিলা লক্ষ্য করেন, তাঁর বাড়ির কংক্রিটের পিলারে মার্কার পেন দিয়ে হুমকি দেওয়া বেশ কিছু অশ্লীল কথা লেখা । সাতসকালে এমন কাণ্ড দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান ওই মহিলা । এরপর বিষয়টি ফোনে জানানো হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় রাহাকে । তিনি পরিবারকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন । আশ্বস্ত করে জানান, যারাই এমন কাণ্ডের সঙ্গে যুক্ত থাকুক তাদের রেয়াত করা হবে না । খবর পেয়ে মহিলার বাড়িতে যায় অশোকনগর থানার পুলিশ । তাঁদের উপস্থিতিতে হুমকি দেওয়া সেই লেখা মোছা হয় কংক্রিটের পিলার থেকে । তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এমন কাণ্ড কিন্তু থেমে থাকেনি । দিনের পর দিন তা বেড়েছে বলে অভিযোগ । পুলিশি তদন্তের মধ্যেই শুক্রবার আবারও সামনে আসে এমন ঘটনা । মহিলার দুই প্রতিবেশী লীনা পাল এবং মীনা পালের ক্ষেত্রেও ঘটেছে একই কাণ্ড ।

আরও পড়ুন :Dilapidated Road : 34 বছরেও হয়নি রাস্তা, এবার ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের

বিষয়টি নিয়ে তাঁরা জানান, এই ধরণের ঘটনার মুখোমুখি কোনওদিন হতে হয়নি । পাড়ার লোকজন সকলেই মিলেমিশে থাকেন । কারও সঙ্গে কোনও শত্রুতা নেই । তারপরও কীভাবে এমন কাণ্ড ঘটছে তা অজানা । সকলেই পরিবার নিয়ে বসবাস করে । তাই এই ঘটনার বিহিত চাইছেন সকলে । ঘটনার পর থেকে আতঙ্কে বসবাস করছি তাঁরা । পুলিশ তদন্ত করছে ঠিকই । কিন্তু এখনও দোষীদের কাউকেই ধরতে পারেনি ৷

এই বিষয়ে অশোকনগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এর পিছনে কারা রয়েছে, তার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে । আশা করা যায় শীঘ্রই ঘটনার কিনারা করা সম্ভব হবে ৷

ABOUT THE AUTHOR

...view details