অশোকনগর, 22 এপ্রিল: কোথাও দেওয়া হয়েছে খুনের হুমকি । আবার কোথাও রয়েছে অশ্রাব্য ভাষায় কটূক্তি (Ashoknagar walls threat) । রাতের অন্ধকারে গৃহস্থের বাড়ির পিলার এবং দেওয়ালে লেখা, এমনই সব কাণ্ড ঘটে চলেছে দিনের পর দিন । যার জেরে আতঙ্কে ঘুম উড়েছে অশোকনগর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের । আতঙ্ক এতটাই গ্রাস করেছে যে, ভয়ে বাড়ির বাইরে বেরতেও সাহস পাচ্ছেন না এলাকাবাসী । ইতিমধ্যে আতঙ্কিত বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে পুলিশ । কিন্তু তারপরও গৃহস্থের বাড়িতে হুমকি দেওয়া লেখা বন্ধ হয়নি বলে অভিযোগ । ঘটনার পিছনে কোনও দুষ্টুচক্রের হাত থাকতে পারে বলে অনুমান পুলিশের । তবে সেই চক্রের সন্ধান এখনও মেলেনি ।
জানা গিয়েছে, নববর্ষের দিনে ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে । ওইদিন শিখা পাল নাম এক মহিলা লক্ষ্য করেন, তাঁর বাড়ির কংক্রিটের পিলারে মার্কার পেন দিয়ে হুমকি দেওয়া বেশ কিছু অশ্লীল কথা লেখা । সাতসকালে এমন কাণ্ড দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান ওই মহিলা । এরপর বিষয়টি ফোনে জানানো হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় রাহাকে । তিনি পরিবারকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন । আশ্বস্ত করে জানান, যারাই এমন কাণ্ডের সঙ্গে যুক্ত থাকুক তাদের রেয়াত করা হবে না । খবর পেয়ে মহিলার বাড়িতে যায় অশোকনগর থানার পুলিশ । তাঁদের উপস্থিতিতে হুমকি দেওয়া সেই লেখা মোছা হয় কংক্রিটের পিলার থেকে । তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এমন কাণ্ড কিন্তু থেমে থাকেনি । দিনের পর দিন তা বেড়েছে বলে অভিযোগ । পুলিশি তদন্তের মধ্যেই শুক্রবার আবারও সামনে আসে এমন ঘটনা । মহিলার দুই প্রতিবেশী লীনা পাল এবং মীনা পালের ক্ষেত্রেও ঘটেছে একই কাণ্ড ।