টিটাগড়, 11 জুলাই : দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল এক যুবকের ৷ গতরাতে টিটাগড় পৌরসভার 19 নম্বর ওর্য়াডের উড়ানপাড়া এলাকায় ঘটনাটি ঘটে ৷ মৃতের নাম তৌফিক আলি ৷ তিনি ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের আর্টস বিভাগের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন ৷
বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, দুষ্কৃতীর গুলিতে মৃত্যু যুবকের - খুন
গতকাল বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে তৌফিকের সঙ্গে বচসা হয় স্থানীয় যুবক ছোটুর ৷ রাতের দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় তাঁকে লক্ষ্য করে ছোটু গুলি চালায় বলে অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে ছোটু নামে স্থানীয় এক যুবকের সঙ্গে তার গোলমাল হয় ৷ স্থানীয়দের চেষ্টায় সেই গোলমাল তখনকার মতো মিটে যায় ৷ রাতে তৌফিক বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল ৷ অভিযোগ, ওই সময় ছোটু বাড়ির সামনে এসে তৌফিককে লক্ষ্য করে গুলি চালায় ৷ রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে ৷ প্রতিবেশীরা ঘটনাস্থানে এলে আততায়ী সেখান থেকে চম্পট দেয় ৷ গুলিবিদ্ধ তৌফিককে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ৷
ঘটনার পর ছোটুর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ ছোটুর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ ঘটনায় কোনও পুরানো শত্রুতা রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷