পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর আগে প্রবীণদের দুর্গা হিসেবে বরণ বারাসতে

কোরোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে রুটিরুজি হারিয়েছেন অনেকেই ।বিপাকে পড়েছেন দিনআনা দিন খাওয়া মানুষগুলো । হাতে না আছে তাঁদের টাকা । না আছে কাজ । কোনওরকমে দিন কাটছে তাঁদের ।

Barasat
Barasat

By

Published : Oct 16, 2020, 8:55 PM IST

বারাসত, 16 অক্টোবর : কেউ কাজ করেন পরিচারিকার । আবার কেউ বয়সের ভাড়ে সেই কাজ করার ক্ষমতাটুকু হারিয়েছেন । এরকমই প্রায় 800 প্রবীণ মহিলাকে দুর্গা হিসেবে বন্দনা করে নিল বারাসতের এক সামাজিক সংগঠন । ফুল,চন্দন,উলু ও শঙ্খধ্বনি দিয়ে প্রথমে বরণ করা হয় তাঁদের । এরপর অসহায়,দুঃস্থ ওই বৃদ্ধাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সংগঠনের তরফে । তুলে দেওয়া হয় বেশ কিছুদিনের রেশন সামগ্রী-ও । পুজোর আগে নতুন বস্ত্র ও রেশন সামগ্রী পেয়ে খুশি প্রবীণেরা । এমন উদ্যোগ নেওয়ার জন্য ওই সংগঠনের কর্মকর্তাদের সাধুবাদও জানিয়েছেন তাঁরা ।

কোরোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে রুটিরুজি হারিয়েছেন অনেকেই । বিপাকে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো । হাতে না আছে তাঁদের টাকা । না আছে কাজ । কোনওরকমে দিন কাটছে তাঁদের । সরকার রেশন থেকে চাল, ডাল ও আটার ব্যবস্থা করেছে ঠিকই । তবে,তা পর্যাপ্ত নয় বলেই অভিযোগ । সংসার চালানোর বাকি রসদ জোগাতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে গরিব,অসহায় মানুষগুলোকে । এই অবস্থায় পুজোর আনন্দ কিংবা নতুন বস্ত্র তাঁদের কাছে স্বপ্ন দেখার মতো । তাই,পুজোর আগে তাঁদের মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে এলেন 'চিরন্তনী মিউজিক অ্যাকাডেমি' নামে একটি সংগঠনের সদস্যরা । যার প্রধান বারাসত পৌরসভার প্রাক্তন বাম কাউন্সিলর ও ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় । মূলত তাঁর উদ্যোগেই গতকাল রাতে বারাসতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে 800 প্রবীণ মহিলাকে দুর্গা হিসাবে বন্দনা করে নেওয়া হয় । পুজোর সময়ও এভাবেই অসহায় প্রবীণ মহিলাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা ।

এই বিষয়ে সংগঠনের কর্মকর্তা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন,"আমরা পুজোর সময় দশ হাতের মা'কে বরণ তো করি-ই । কিন্তু তাঁকে বরণ না করে আজ আমরা দু'হাতের মা'কে বরণ করলাম । যে মা তনয়া-য় থাকে । যে মা কষ্টে থাকে । যাঁদের দিকে দেখার সময় নেই সরকারের । আমরা এরকমই 800 প্রবীণ মা'কে ফুল চন্দন দিয়ে বরণ করার পাশাপাশি নতুন বস্ত্র, রেশন সামগ্রী তুলে দিলাম । যাতে তাঁদের কষ্ট একটু হলেও লাঘব হয় ।"

ABOUT THE AUTHOR

...view details