পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ছে না মজুরি, বিক্ষোভে সামিল সাফাইকর্মীরা

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভে সামিল হলেন ব্যরাকপুর পৌরসভার সাফাইকর্মীরা।

A

By

Published : Apr 3, 2019, 2:24 PM IST

ব্যারাকপুর, ৩ এপ্রিল : দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে আজ ফের বিক্ষোভে সামিল হলেন ব্যারাকপুর পৌরসভার সাফাইকর্মীরা। এলাকার সব কাজ বন্ধ রেখে পৌরসভার সামনে মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকেই বিক্ষোভ দেখান পৌরসভার সাফাই কর্মীরা।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে মাত্র ২১০ টাকা দৈনিক মজুরিতে কাজ করে আসছেন তারা। কিন্তু এই টাকায় তাদের দিন অতিবাহিত করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাদের এই সমস্যার কথা বহুবার পৌর প্রধানকে জানানো হয়েছে। কিন্তু তারপরও কোনও ফল মেলেনি। দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে গতমাসে পরপর দুবার তারা আন্দোলনের পথে নামে। তখন পৌরপ্রধান জানান, তিনি ০২/০৪/২০১৯ তারিখে সাফাই কর্মীদের বেতনবৃদ্ধি নিয়ে কথা বলবেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কিন্তু গতকাল তাকে এবিষয়ে কোনও কথা বলতে দেখা যায়নি। সিদ্ধান্ত নেওয়া ফের স্থগিত করে দেন তিনি। তার জেরেই আজ ফের সাফাইকর্মীরা পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর ফলে পৌরসভা এলাকার সমস্তরকম সাফাই কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details