পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে ধুন্ধুমার রাজারহাট, জখম পুলিশকর্মী - BJP

বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবং ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে সংঘর্ষে ধুন্ধুমার রাজারহাট ।

বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবং ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে সংঘর্ষে ধুন্ধুমার রাজারহাট

By

Published : Aug 6, 2019, 6:45 PM IST

রাজারহাট, 6 অগাস্ট : বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবং ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে সংঘর্ষে ধুন্ধুমার রাজারহাট । দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে । ভাঙচুর করা হয় ঘরবাড়ি ও বাইক । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও কমব্যাট ফোর্স । সেই সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে জখম হন এক পুলিশকর্মী । মাথা ফাটে তাঁর । পরে পুলিশ তল্লাশি চালিয়ে এলাকা থেকে বেশকিছু গুলির খোল ও দুই বালতি দেশি বোমা উদ্ধার করে ।

দুই বালতি দেশি বোমা উদ্ধার

ঘটনার সূত্রপাত সকাল 10 টায় । রাজারহাটের চিনারপার্কে সব্যসাচী সমর্থিত টোটো, অটো ও গাড়িচালকদের ইউনিয়ন একটি বিক্ষোভ সমাবেশ করে । অভিযোগ কাটমানি চাইছেন ডেপুটি মেয়র তাপস ঘনিষ্ঠ স্থানীয় কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল । কাটমানি না দেওয়ায় রুট ভেঙে নামানো হচ্ছে অবৈধ গাড়ি । ফলে রুজি রুটি মার যাচ্ছে অটো-টোটো চালকদের । এই বিক্ষোভের নেতৃত্ব দেয় সব্যসাচী ঘনিষ্ঠ রাজু পাল । সকাল 10টা 45 মিনিট পর্যন্ত চলে বিক্ষোভ ।

বেশকিছু গুলির খোল উদ্ধার হয়

বিক্ষোভের খবর এলাকায় চাউর হতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে । দুপুরে নারায়ণপুরে অবস্থিত রাজু পাল ও তার অনুগামীদের বাড়িতে ঢিল ছুড়ে হামলা চালায় দুষ্কৃতীরা । অভিযোগ, এই হামলায় মদত দিয়েছে ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীরা । প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে পালটা হামলায় চালায় রাজু পাল ও তার অনুগামীরা । এরপর নিশানা করা হয় তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি । তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে প্রথমে ইটপাটকেল ও তারপর গুলি চালানো হয় । তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির পিছনে বোমা বিস্ফোরণ হয় । দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । এর মাঝে পড়ে যায় বেশ কিছু সাধারণ মানুষ । একাধিক বাইক ভাঙচুর করা হয় । দুই পক্ষ দুই পক্ষের দিকে ইট ও বোমা ছোড়ে ।

তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে প্রথমে ইটপাটকেল ছোড়া হয়

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নারায়ণপুর থানার পুলিশ । পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না দেখে এয়ারপোর্ট এবং বাগুইআটি থানার পুলিশকে ডেকে নেওয়া হয় । পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন ডেপুটি কমিশনার জে মেরি । উদ্ধার হয় দুই বালতি ভরতি বোমা ও কার্তুজের খোল । বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বাইক । রাজু পাল সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গোটা এলাকা থমথমে । নামানো হয়েছে কমব্যাট ফোর্স ।

বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবং ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে সংঘর্ষে ধুন্ধুমার রাজারহাট

এই বিষয়ে তাপস চট্টোপাধ্যায় বলেন, "রাজু পাল এখন BJP করছে । রাজু পাল আর দুষ্টু নামে একটা ছেলে বোমাবাজি করছে । ওরা নারায়ণপুর দখল করতে চাইছে । আমরা পালটা একটা ইউনিয়ন করেছি বলে কাটমানি তত্ত্ব খাড়া করা হচ্ছে । একঘণ্টা ধরে অশান্তি চলেছে ।"

ABOUT THE AUTHOR

...view details