পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁশের একটি সাঁকোয় ব্যালান্সের খেলা, পাকা সেতুর দাবিতে সোচ্চার চৌবেড়িয়ার বাসিন্দারা - যমুনা নদী

Crossing Swollen Yamuna River with Bamboo Bridge: বনগাঁর চৌবেড়িয়া 1 ও চৌবেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েতের মাঝে রয়েছে বুজে যাওয়া যমুনা নদী ৷ এই দুই পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের যোগাযোগের মাধ্যম, পাঁকে ভরা যমুনা নদীর উপরে একটি বাঁশ দিয়ে তৈরি নড়বড়ে সাঁকো ৷ যেখানে দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার ৷ অভিযোগ বছরের পর বছর ধরে প্রশাসনকে জানিয়েও, পাকা সেতু পাননি গ্রামবাসীরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 10:08 PM IST

পাকা সেতুর দাবি চৌবেড়িয়ার বাসিন্দাদের

বনগাঁ, 9 জানুয়ারি: নিচে পানায় বুজে যাওয়া যমুনা নদী ৷ তার উপরে একটি বাঁশ দিয়ে তৈরি সাঁকো ৷ যেখান দিয়ে পারাপার করা, আর সাকার্সে ব্যালান্সের খেলা দেখানো দুই সমান ৷ বাজার, স্কুল কলেজ-সহ নিত্য প্রয়োজনীয় কাজে পাঁচ থেকে ছয়টি গ্রামের বাসিন্দাদের একমাত্র ভরসা এই সাঁকো ৷ রাতে, দিনে গ্রামের মহিলা-পুরুষ সকলেই জীবন হাতে নিয়ে নদী পারাপার করছেন ৷ ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। এমনই ছবি উঠে এল উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের মাঠ নিমতলা এলাকায় ৷ স্বাধীনতার 77তম বর্ষেও যেখানে তৈরি হয়নি পাকা সেতু ৷

চৌবেড়িয়া 1 ও চৌবেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে যমুনা নদী ৷ যার বর্তমান নাম পার্বতী খাল ৷ যমুনা নদীর উপর এই দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাতায়াতের একমাত্র মাধ্যম একটি বাঁশের সাঁকো ৷ সেই বাঁশের সাঁকোটিও একটিমাত্র বাঁশ দিয়ে তৈরি ৷ তার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন দুই পঞ্চায়েত এলাকার 6টি গ্রামের বাসিন্দা ৷

স্থানীয়দের অভিযোগ, চৌবেড়িয়া 2 পঞ্চায়েতের অধিকাংশ গ্রামের বাসিন্দাদের স্কুল, হাসপাতাল ও বাজার-সহ অন্যান্য কাজের জন্য চৌবেড়িয়া 1 পঞ্চায়েতে আসতে হয় ৷ আর তাঁদের চলাচলের একমাত্র ভরসা নাকি, এই বাঁশের তৈরি সাঁকো ৷ আর দিনের ব্যস্ত সময়ে লোকজনের ভিড়ে প্রায় বুজে যাওয়া পার্বতী খালে ঝুঁকে পড়ে বাঁশের সাঁকোটি ৷ প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে করতে হয় পারাপার ৷ তাদের অভিযোগ, বিভিন্ন সরকারি অফিসে বহুবার পাকা সেতু তৈরির দাবি জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ অভিযোগ পাকা সেতু তৈরির কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন এবং জনপ্রতিনিধিরা ৷

প্রায়শই সেখানে কোনও না কোনও দুর্ঘটনা ঘটে ৷ তবুও, প্রয়োজনের তাগিদে একটি বাঁশের উপর পা রেখে পার্বতী খালের উপর দিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীদের ৷ তাদের অভিযোগ, বছর পাঁচেক আগে এই নদীর উপর পাকা সেতু তৈরির শিলান্যাস হয়েছিল ৷ গ্রামবাসীদের মিষ্টি মুখও করানো হয়েছিল ৷ কিন্তু, সেই সেতু আর হয়নি ৷

এই বিষয়ে চৌবেড়িয়া 1 গ্রাম পঞ্চায়েত প্রধান তপন হাজরা বলেন, "সত্যিই ওই এলাকার সাধারণ মানুষের সমস্যা হচ্ছে ৷ আমরা জেলা পরিষদে চিঠি করেছি ব্রিজটি নির্মাণ জন্য ৷" যদিও তাঁর দাবি, "ব্রিজের জন্য কোনও শিলান্যাস হয়নি ৷ রাস্তার জন্য হয়েছিল ৷ গ্রামবাসীরা হয়তো ভুল বুঝেছেন।"

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, পঞ্চায়েত চাইলে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা দিয়ে সাঁকো তৈরির কাজ করাবেন তিনি ৷ যদিও, তিনি অভিযোগ করেছেন, বিজেপি বিধায়কদের তহবিলের টাকায় উন্নয়নমূলক কাজ করতে নিষেধ করা হয়েছে জেলা তৃণমূলের তরফে ৷ তাঁর পরামর্শ, এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করে, সাধারণ মানুষের উন্নয়নের কাজে এগিয়ে আসুক শাসকদল ৷

আরও পড়ুন:

  1. আসানসোলে গাঁড়ুই নদীতে যুবক-সহ ভেসে গেল আস্ত সেতু, ভাইরাল ভিডিয়ো
  2. কুনুর সেতুতে ফের ফাটল, সংস্কারের জন্য রাস্তা বন্ধে বিপাকে বহু মানুষ
  3. নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে 50 ফুট নীচে রেললাইনে পড়ল বাস, মৃত কমপক্ষে 4; আহত বহু

ABOUT THE AUTHOR

...view details