পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিউটাউনে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর - new town

নিউটাউনের কদমপুকুরে লাঠিচার্জ করে জমায়েতকে হটায় কেন্দ্রীয় বাহিনী ।

কেন্দ্রীয় বাহিনী

By

Published : May 19, 2019, 2:09 PM IST

রাজারহাট, 19 মে : নিউটাউনের কদমপুকুরে লাঠিচার্জ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । জানা গেছে, বুথের পাশে নির্বাচনী ক্যাম্পে তৃণমূল কর্মীদের জন্য রান্না করা হচ্ছিল । যদিও BJP-র অভিযোগ, তৃণমূল সেখানে বহিরাগতদের এনে জমায়েত করিয়েছে । তাদের জন্যই সেখানে রান্না হচ্ছিল ।

অভিযোগ পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী । প্যাট্রোলিং করার সময় সেখানে লাঠি হাতে জমায়েতকারীদের ধাওয়া করে কেন্দ্রীয় বাহিনী । লাঠিচার্জ করে জমায়েতকে হটায় কেন্দ্রীয় বাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details