পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Agitation: এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান তোলার দাবিতে মামলা, রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

ধর্মতলা চত্বরে গান্ধি মূর্তির (Mahatma Gandhi Statue) পাদদেশে 600 দিন পার করা এসএসসি চাকরিপ্রার্থীদের ধরনা (SSC Agitation) তোলার দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রুজু হয়েছে মামলা ৷ সোমবার সেই মামলার রায়দান স্থগিত রাখল আদালত ৷

Calcutta High Court reserves verdict on SSC Agitation near Mahatma Gandhi Statue
SSC Agitation: এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান তোলার দাবিতে মামলা, রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

By

Published : Nov 7, 2022, 3:48 PM IST

Updated : Nov 7, 2022, 4:58 PM IST

কলকাতা, 7 নভেম্বর: ধর্মতলা চত্বরে গান্ধি মূর্তির (Mahatma Gandhi Statue) পাদদেশে আদৌ কি আর অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে পারবেন এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC Agitation)? এই প্রশ্নের উত্তর আপাতত অধরা ৷ কারণ, এই ধরনা তুলে দেওয়ার দাবিতে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ সেই মামলায় 'পার্টি' হয়েছে রাজ্য সরকার ৷ সোমবার মামলার শুনানি হলেও রায়দান স্থগিত রাখে আদালত ৷ ফলে আপাতত ঝুলে রইল এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলনের ভবিষ্যৎ৷

উল্লেখ্য, নিয়োগের দাবিতে প্রায় 2 বছর ধরে গান্ধি মূর্তির পাদদেশে ধরনা দিয়ে যাচ্ছেন 'বঞ্চিত' চাকরিপ্রার্থীরা ৷ ইতিমধ্যেই তাঁদের এই আন্দোলন 600 দিন পার করে গিয়েছে ৷ এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টে একটি মামলা রুজু করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার ৷ তাঁর বক্তব্য হল, নিয়োগের দাবিতে বহু চাকরিপ্রার্থীই আদালতে মামলা করতে আসছেন ৷ অন্যদিকে, শিক্ষক নিয়োগে যে দুর্নীতির (Teacher Recruitment Scam) অভিযোগ উঠেছে, তারও তদন্ত চলছে ৷ নতুন করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ তারপরও কেন রাস্তা ও ফুটপাথ আটকে বসে থাকবেন চাকরিপ্রার্থীরা? এতে সাধারণ মানুষের সমস্য়া হচ্ছে বলে দাবি করেছেন মামলাকারী আইনজীবী ৷

আরও পড়ুন:মমতার অনুষ্ঠানের জন্য বিক্ষোভে বাধা কেন ? প্রশ্ন বিজেপির

কার্যত একই সুর শোনা গিয়েছে রাজ্য সরকারের আইনজীবীর গলাতেও ৷ এই পরিস্থিতিতে ধর্মতলা চত্বরে গান্ধি মূর্তির পাদদেশে মেয়ো রোডে যে ধর্না এবং অবস্থান বিক্ষোভ চলছে, তা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন মামলাকারী ৷ তাতে সায় দিয়েছে রাজ্যের সরকার পক্ষ ৷ তাদের দাবি, এভাবে মাসের পর মাস, দীর্ঘ সময় ধরে সাধারণের ব্যবহারের জন্য বরাদ্দ রাস্তা আটকে কোনও আন্দোলন চলতে পারে না ৷ এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের একাধিক রায় ও পর্যবেক্ষণ উদাহরণ হিসাবে তুলে ধরেছেন মামলাকারী এবং সরকার পক্ষের আইনজীবী ৷

অবস্থান তোলার দাবিতে মামলা ৷

এদিকে, চাকরিপ্রার্থীদের বক্তব্য হল, তাঁরা তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন ৷ আর ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলাবদ্ধ প্রতিবাদ প্রত্য়েক নাগরিকের মৌলিক অধিকার ৷ তাই আদালত যাতে তাঁদের এই অধিকার থেকে বঞ্চিত না করে, সেই আবেদনই করেছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ৷ সংশ্লিষ্ট সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর আদালত আপাতত এই মামলার রায়দান স্থগিত রেখেছে ৷

Last Updated : Nov 7, 2022, 4:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details