ব্যারাকপুর, 15 জুলাই: দোকানের ভিতরেই রক্তাক্ত দেহ উদ্ধার মালিকের । বেলঘরিয়ার দেশপ্রিয় নগরের নীলগঞ্জ রোডের ঘটনা । মৃতের নাম সন্দীপ সাউ (34) ।
শনিবার দুপুর থেকেই সন্দীপের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের লোক । মোবাইলে ফোন করে সাড়া পাওয়া যায়নি তাঁর । গতকাল সারাদিন বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিবারের লোকের । তারা সন্ধে নাগাদ দোকানের তালা ভেঙে সন্দীপের রক্তাক্ত দেহ উদ্ধার করে । খুনিরা সন্দীপকে খুনের পর দোকানে তালা ঝুলিয়ে পালিয়ে গেছিল । বেলঘরিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থানে এসে দেহটি উদ্ধার করে । মৃত সন্দীপ আদতে ওড়িশার বাসিন্দা । স্ত্রীকে নিয়ে আগরপাড়ার মহাজাতি নগরে ভাড়া থাকতেন ।