পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালিককে খুন করে দোকানে তালা দিয়ে পালাল দুষ্কৃতীরা - Murder

দোকানের ভিতর থেকেই মালিকের রক্তাক্ত দেহ উদ্ধার । বেলঘরিয়ার দেশপ্রিয় নগরের নীলগঞ্জ রোডের ঘটনা ।

মৃত সন্দীপ সাউ

By

Published : Jul 15, 2019, 10:25 AM IST

ব্যারাকপুর, 15 জুলাই: দোকানের ভিতরেই রক্তাক্ত দেহ উদ্ধার মালিকের । বেলঘরিয়ার দেশপ্রিয় নগরের নীলগঞ্জ রোডের ঘটনা । মৃতের নাম সন্দীপ সাউ (34) ।

শনিবার দুপুর থেকেই সন্দীপের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের লোক । মোবাইলে ফোন করে সাড়া পাওয়া যায়নি তাঁর । গতকাল সারাদিন বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিবারের লোকের । তারা সন্ধে নাগাদ দোকানের তালা ভেঙে সন্দীপের রক্তাক্ত দেহ উদ্ধার করে । খুনিরা সন্দীপকে খুনের পর দোকানে তালা ঝুলিয়ে পালিয়ে গেছিল । বেলঘরিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থানে এসে দেহটি উদ্ধার করে । মৃত সন্দীপ আদতে ওড়িশার বাসিন্দা । স্ত্রীকে নিয়ে আগরপাড়ার মহাজাতি নগরে ভাড়া থাকতেন ।

আরও পড়ুন : বারাসতে তৃণমূল সভাপতি পদে বদল

জানা গেছে, নীলগঞ্জ রোডের উপরে হিন্দ সেরামিক কারখানার ভিতরে দোতলায় এমব্রয়ডারির ছোটো দোকান ছিল সন্দীপ সাউয়ের । দোকানে ছয়জন কর্মী কাজ করত । কিন্তু সন্দীপের মৃত্যুর পর থেকে কর্মচারীদের আর দেখা যায়নি । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । কারখানায় থাকা CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details