কলকাতা, ১৪ মার্চ : বাঁচানো গেল না অগ্নিদগ্ধ সাড়ে পাঁচ বছরের দিয়া দাসকে। আজ সকালে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় বাড়ি দিয়া দাসের। গত শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয় সে। তাকে প্রথমে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে রেফার করা হয় বারাসত। এরপর সেখান থেকে কলকাতায় নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল, SSKM হাসপাতাল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল। শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার বিকাল পর্যন্ত সাত সাতটি হাসপাতাল ঘুরতে হয় পরিবারকে। কেউ বলেছে, বেড নেই। কেউ আবার পরিকাঠামো নেই বলে ফিরিয়ে দিয়েছিল ওই অগ্নিদগ্ধ শিশুকে। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকেও ফিরিয়ে দেওয়া হয়েছিল তাকে। ওই শিশুর পরিবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়। যার জেরে শনিবার বিকালে দিয়াকে ভরতি নেওয়া হয়েছিল আর জি করে।