পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

7 কোটি টাকার বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল BSF - Tokay gecko

BSF- এর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল তক্ষকগুলি ।

Tskhak
Tskhak

By

Published : Sep 10, 2020, 4:20 PM IST

বসিরহাট, 10 সেপ্টেম্বর : 7 কোটি টাকার বিরল প্রজাতির টোকে গেকো লিজার্ড (তক্ষক) উদ্ধার করল BSF । নদীপথে বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়ার পথে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করে জওয়ানরা ।

BSF- এর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল তক্ষকগুলি । সেইসময় উত্তর 24 পরগনার 27 নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত ফাঁড়ি পারঘুমটি থেকে 14টি টোকে গেকো লিজার্ড উদ্ধার করে BSF । যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় 7 কোটি টাকা ।
রাতে জওয়ানরা দেখেন, এক পাচারকারী বাংলাদেশের দিক থেকে কালিন্দী নদী পেরিয়ে বসিরহাটের ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে । দাঁড়াতে বললে অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে ওই চোরাকারবারী পালিয়ে যায় । পরে জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি প্যাকেট উদ্ধার করে । তার ভিতর থেকে 14টি বিরল প্রজাতির টোকে গেকো লিজার্ড উদ্ধার হয় । তক্ষকগুলোকে বনদপ্তরের হাতে তুলে দিয়েছে BSF ।

ABOUT THE AUTHOR

...view details