খড়দহ, 29 ডিসেম্বর : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু অধিকারী ৷ শুভেন্দুর নাম না করে রবিবার ডায়মন্ড হারবারে সভা থেকে অভিষেক বলেন, নিজের ঘরেই তো তৃণমূল, পদ্ম ফোটাতে পারেননি, বাংলায় কী করে পদ্ম ফোটাবেন ৷ আজ সেই কটাক্ষের জবাব দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ খড়দহে সভা থেকে জবাবে শুভেন্দু বলেন, "সবে তো শুরু, আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে, তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব৷" তিনি আরও বলেন, "এখনও বাসন্তী পুজো আসেনি । রাম নবমী হয়নি । এখন পদ্ম কুড়ি রয়েছে । ফুটবে তো । রাম নবমীতে ফুটবে । আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে । তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব ৷"
রবিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "উনি বলছেন তৃণমূল করেছি বলতে লজ্জা লাগে । আরে তোমার বাবা-ভাই তো তৃণমূল করছে । তাঁদের ভাঙিয়ে নিয়ে যেতে পারলেন না । নিজের বাড়িতে পদ্ম ফোটাতে পারেন না, ওরা আবার নাকি বাংলায় পদ্ম ফোটাবে ।" এরপরই আজ খড়দহ থেকে অভিষেকের জবাব দিলেন শুভেন্দু ৷