পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bombs Recovered in Ashoknagar: অশোকনগরে ব্যাগ থেকে উদ্ধার 10টি তাজা বোমা

অশোকনগরে বাড়ির সামনে থেকে উদ্ধার বোমা ভরতি ব্যাগ (Bombs Recovered in Ashoknagar) ৷ তার মধ্যে ছিল 10টি বোমা ৷

Bomb Recovered
বোমা উদ্ধার

By

Published : Mar 8, 2023, 8:50 PM IST

অশোকনগরে ব্যাগ থেকে উদ্ধার 10টি তাজা বোমা

অশোকনগর, 8 মার্চ: বাড়ি সামনে পরে ব্যাগ । তার ভেতর থেকে উদ্ধার 10টি তাজা বোমা । আরও একটি বোমা উদ্ধার হয়েছে সেখানকার খেলার মাঠ থেকে ৷ বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । ঘটনাটে ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে । খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর থানার পুলিশ । কে বা কারা কী উদ্দেশ্য বোমাগুলি রেখে গিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ (Bombs recovered from bags in Ashoknagar) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে পল্লি সংঘ খেলার মাঠে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন এক মহিলা । ব্যাগের মধ্যে গোলাকার বস্তু গুলি দেখে সন্দেহ হয় তাঁর ৷ এরপর তিনি এলাকার কয়েকজন ডাকেন । ব্যাগে বোমা রয়েছে বুঝে তারা খবর দেয় অশোকনগর থানায় । খবর পেয়ে পুলিশ ও বোম স্কয়ার্ডের আধিরকারিকরা এসে ব্যাগ থেকে 10টি বোমা উদ্ধার করে । এলাকায় তল্লাশি চালিয়ে পল্লি সংঘের খেলার মাঠ থেকে আরও একটি বোমা উদ্ধার করে পুলিশ । স্থানীয়রা জানিয়েছে, এই এলাকায় এর আগে কোনওদিন বোমা পড়ে থাকতে দেখা যায়নি । এই প্রথম এমন ঘটনা ঘটেছে । ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে ।

15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা চক্রবর্তী বলেন, "আমাদের এই ওয়ার্ডে কোন রাজনৈতিক দ্বন্দ্ব বা হিংসা নেই । এর আগে এমন ঘটনা একালায় ঘটেনি । ফলে আতঙ্ক তৈরি হওয়াটা স্বাভাবিক । বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলব । যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের যেন দ্রুত গ্রেফতার করা হয় । তার আবেদন জানাব ৷" তাঁর অনুমান, 15 নম্বর ওয়ার্ড যেহেতু শান্ত এবং হিংসার ঘটনা নেই ৷ সেই কারণে হয়ত অন্য জায়গায় কোনও ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছে দুষ্কৃতীরা ৷ তাই তারা এই ওয়ার্ড সুরক্ষিত ভেবে বোমাগুলি রেখেছিল ।

আরও পড়ুন:রাতভর বোমাবাজি ! সামশেরগঞ্জে বোমা উদ্ধার, গ্রেফতার 3

ABOUT THE AUTHOR

...view details