পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে গুলি ও বোমাবাজি, জখম 2 - মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে গুলি

মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে গুলি ৷ চলে বোমাবাজি ৷ আহত দুই তৃণমূল কর্মী ৷

মধ্যমগ্রাম

By

Published : Sep 9, 2019, 10:53 PM IST

Updated : Sep 9, 2019, 11:15 PM IST

মধ্যমগ্রাম, 9 সেপ্টেম্বর : মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে গুলি চালানোর পাশাপাশি বোমা ছোড়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে । এর জেরে জখম হয়েছে দুই তৃণমূল কর্মী ৷ নাম বিনোদ সিং ও দীপক বোস ৷ তারা যশোর রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

আজ রাতে দলীয় কর্মীদের সঙ্গে এলাকার দলীয় কার্যালয়ে বসেছিলেন তৃণমূলের যুব সম্পাদক বিনোদ সিং৷ অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় ৷ তারা বিনোদকে লক্ষ্য করে গুলি করে ৷ গুলি বিনোদের মাথা ছুঁয়ে বেরিয়ে যায় ৷ বোমার আঘাতে জখম হন দীপক৷ এরপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পরে রক্তাক্ত অবস্থায় বিনোদ ও দীপককে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে ৷ তবে স্থানীয় BJP নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ৷

আহত দুই তৃণমূল কর্মী

পুলিশ সূত্রে খবর , বিনোদ সিংয়ের নামে বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ রয়েছে । মধ্যমগ্রাম জোড়া খুনের ঘটনাতেও নাম জড়িয়েছিল তার । বিনোদের সঙ্গে স্থানীয় দুষ্কৃতী রাখাল নন্দীর দীর্ঘদিনের বিরোধ । সম্প্রতি, রাখাল জেল থেকে ছাড়া পেয়েছে । ঘটনার পিছনে রাখাল ও তার দলবলের কোনও যোগ‌ও রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

Last Updated : Sep 9, 2019, 11:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details