পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যারাকপুরে BJP কার্যালয়ে বোমাবাজি

ব্যারাকপুরে BJP-র দলীয় কার্যালয়ে বোমা মারার অভিযোগ। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

BJP পার্টি অফিস

By

Published : Apr 14, 2019, 11:47 PM IST

Updated : Apr 14, 2019, 11:58 PM IST

ব্যারাকপুর, 14 এপ্রিল : BJP কার্যালয়ে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ব্যারাকপুরের লকগেট এলাকার। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। কিন্তু বোমা মারার জেরে নবনির্মিত কার্যালয়টি ভেঙে যায়। ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং। তাঁর বিপরীতে তৃণমূলের দীনেশ ত্রিবেদি। গতকাল ব্যারাকপুরের কয়রাপুর এলাকায় অর্জুনের সমর্থনে লাগানো ফ্লেক্স, ব্যানার খোলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। BJP-র এক কর্মীকে মারধরও করা হয়। তৃণমূল অভিযোগ অস্বীকার করে। ফের আজ লকগেট এলাকায় এই ঘটনা। এবারও অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

শুনুন অর্জুন সিং ও অন্যদের বক্তব্য

এবিষয়ে, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর জানান, এই ঘটনাটি BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটেছে। এর সাথে তৃণমূলের কোনও যোগ নেই। কিন্তু গতকাল এবং আজ বোমাবাজির মতো পর পর দু'টো ঘটনায় ভোটের মুখে নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

Last Updated : Apr 14, 2019, 11:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details