পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশি টহলেও আতঙ্ক কমছে না, ফের বোমাবাজি কাঁকিনাড়ায় - bomb

গতরাতে ফের বোমাবাজির ঘটনা ঘটে কাঁকিনাড়ার 19 নম্বর গলিতে । উদ্ধার 4 টি তাজা বোমা । ঘটনায় চিহ্নিত 2 অভিযুক্ত ।

bhatpara

By

Published : Jul 1, 2019, 6:11 PM IST

Updated : Jul 1, 2019, 6:19 PM IST

ব্যারাকপুর, 1 জুলাই : ফের বোমাবাজি ভাটপাড়ায় । কাঁকিনাড়ার 19 নম্বর গলিতে গতরাতে বোমাবাজির ঘটনা ঘটে । যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে চারটি বোমা । ভাটপাড়ায় প্রায়শই বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ।

ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকার গন্ডগোল যেন কোনওভাবেই শেষ হচ্ছে না । লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু হওয়া অশান্তি যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । গতকাল বোমাবাজির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে । এপ্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার জ়োন 1 অজয় ঠাকুর জানান, এই বোমাবাজির ঘটনা বিচ্ছিন্ন ঘটনা মাত্র । ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়েছে । খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন তিনি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পুলিশি টহল থাকা সত্ত্বেও গতকাল গভীর রাতে কে বা কারা বোমাবাজি করছে বা গন্ডগোল করছে তা নিয়ে আতঙ্কে বাসিন্দারা । যদিও পুলিশের দাবি, এলাকা আগের থেকে অনেকটাই স্থিতিশীল । কিন্তু এলাকায় পুরোপুরি শান্তি ফিরবে কবে তার অপেক্ষায় দিন গুনছে ভাটপাড়া-কাঁকিনাড়াবাসী ।

Last Updated : Jul 1, 2019, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details