পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কামদুনিতে BJP-তে যোগ দেওয়ার পরই আক্রান্ত যুবক, অভিযুক্ত তৃণমূল - Kamduni

7 জুলাই (রবিবার) কামদুনির বাসিন্দা প্রতাপ ঘোষ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । গতরাতে এলাকায় একা পেয়ে তাঁকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী সোনা ঘোষের বিরুদ্ধে ।

আক্রান্ত

By

Published : Jul 16, 2019, 9:56 PM IST

রাজারহাট, 16 জুলাই : BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে । জখম BJP কর্মীর নাম প্রতাপ ঘোষ । তাঁকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । রাজারহাটের কামদুনির ঘটনা ।

7 জুলাই (রবিবার) কামদুনির বাসিন্দা প্রতাপ ঘোষ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । একইসঙ্গে BJP-তে যোগ দেন কামদুনি প্রতিবাদী মঞ্চের সদস্য মৌসুমি কয়ালের স্বামী প্রদীপ কয়াল । অভিযোগ, এরপর থেকেই তাঁদের হুমকি দিতে শুরু করে তৃণমূল কর্মী সোনা ঘোষ । গতরাতে এলাকায় একা পেয়ে প্রতাপ ঘোষকে মারধর করে সোনা । যদিও এই ঘটনায় সোনা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

2013 সালে কামদুনির প্রতিবাদী মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডলকে মারধরের ঘটনায় নাম উঠেছিল এই সোনা ঘোষের । তারপর বহুবার প্রতিবাদী মঞ্চের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । বর্তমানে কামদুনিতে BJP-র শক্তি বেড়েছে । তাই এখন জমি হারানোর ভয়ে BJP কর্মীদের উপর সোনা ঘোষ চড়াও হচ্ছে বলে অভিযোগ । BJP কর্মীদের আরও অভিযোগ, একসময় এই সোনা ঘোষের মাথায় উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ছিল । সেই সূত্রেই এলাকায় সোনা ঘোষের বাড়বাড়ন্ত ।

ABOUT THE AUTHOR

...view details