পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোদপুরে BJP কর্মীদের পতাকা লাগাতে বাধা, মারধর ; অভিযুক্ত তৃণমূল

BJP-র পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোদপুরে ৷ ঘটনায় পাঁচজন জখম ৷ অভিযুক্ত তৃণমূল ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Jul 28, 2019, 8:08 PM IST

সোদপুর, 28 জুলাই : BJP-র পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোদপুরে ৷ ঘটনায় পাঁচজন জখম ৷ স্থানীয় এক BJP নেতার মা'কেও মারধর করা হয় ৷ প্রতিবাদে ঘোলা থানা ঘেরাও করেন BJP কর্মীরা ৷ পরে পুলিশ ও RAF পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ঘোলা থানার বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় আজ সকাল থেকে পতাকা লাগাচ্ছিলেন BJP কর্মী-সমর্থকরা ৷ BJP-র অভিযোগ, সেই সময় পঞ্চায়েত সদস্য ময়নাউদ্দিনের নেতৃত্বে 50-60 জন তৃণমূলকর্মী হামলা চালায় ৷ বাঁশ, লাঠি, পিস্তল দিয়ে মারধর করে ৷ স্থানীয় BJP নেতা বিশ্বনাথ ধরের বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ বিশ্বনাথের বৃদ্ধা মা'কেও মারধর করা হয়েছে ৷

BJP নেতার বাড়িতে ভাঙচুরের চিত্র

এর প্রতিবাদে ঘোলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । তাঁদের দাবি, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও RAF নামানো হয় ৷ বিশ্বনাথের বক্তব্য, "ওরা (তৃণমূল) এখানে কখনও BJP-কে ঝান্ডা লাগাতে দেয় না ৷ এই প্রথম ঝান্ডা লাগানোর আক্রোশে এই কাজ করেছে ৷ রাতে হামলা চালানোর হুমকিও দিয়েছে তৃণমূলের লোকজন ৷"

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ স্থানীয় তৃণমূল নেত্রী সুপ্রিয়া ঘোষের বক্তব্য, "আমার মনে হয় না, এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত রয়েছে ৷ আমার কাছে কোনও খবর নেই ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details