পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: 'পুলিশকে দিয়ে তৃণমূলের হার্মাদদের এনকাউন্টার করাব', হুঁশিয়ার বিজেপি বিধায়কের - হার্মাদদের এনকাউন্টার করাব

পঞ্চায়েত নির্বাচনে জিতে পুলিশের সাহায্য়ে তৃণমূলের হার্মাদদের এনকাউন্টার করার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷ ইতিমধ্যেই তাঁর মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 25, 2023, 8:15 AM IST

Updated : Jun 25, 2023, 11:18 AM IST

তৃণমূলের হার্মাদদের এনকাউন্টার করার হুঁশিয়ারি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের

বনগাঁ, 25 জুন: "পুলিশের মদতে তৃণমূলের হার্মাদরা বিজেপির প্রার্থী ও কর্মীদের হুমকি দিচ্ছে ৷ পুলিশও তাঁদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে ৷" এমনই অভিযোগ বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের । তবে দলীয় সতীর্থদের এই হুমকিতে ভয় না পেয়ে পালটা শাসকদলকে ভয় দেখাতে বললেন বিধায়ক । নেতা-কর্মীদের উদ্যেশ্যে তিনি বলেন,"পঞ্চায়েতে আমরা ক্ষমতায় আসব । তারপর পুলিশদের দিয়েই এই হার্মাদের এনকাউন্টার করাব ।" স্বভাবতই বিধায়কের কথায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল।

শনিবার উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার আংরাইল বাজারে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে একটি পথসভার আয়োজন করেছিল বিজেপি । এখানে উপস্থিত ছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার ও বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার । সেই সভা থেকে এভাবেই শাসকদলকে তীব্র আক্রমণ করেন বিধায়ক ৷

এদিন সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে স্বপন মজুমদার শাসকদলকে হুঁশিয়ারি দিলেও, দলীয় কর্মীদের নির্বাচন নিয়ে উৎসাহ দেন ৷ দলের উদ্দেশ্যে বিধায়ক জানান, আগামিদিন পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথ ও স্ট্রং রুমে সেন্ট্রাল বাহিনী থাকবে ৷ কাউন্টিংয়ের সময়েও সেন্ট্রাল বাহিনী থাকবে । তাই দলীয় প্রার্থী ও কর্মী কারোরই ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ আসন্ন নির্বাচবনে বিজেপি ক্ষমতায় আসবে ৷

আরও পড়ুন:ভোটযুদ্ধের মধ্যেই পটনায় এক মঞ্চে বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূল, কতটা প্রভাব জোড়াফুলে ?

এই প্রসঙ্গেই বিধায়ক স্বপন মজুমদারকে পালটা দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস । তাঁর কথয়, "বনগাঁ-গাইঘাটায় কোনও সন্ত্রাস হয়নি । যদি সন্ত্রাস হত তাহলে বিজেপি মনোনয়ন দিতে পারত না। যেখানে বিজেপি নমিনেশন দিতে পারিনি সেখানে সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে। এই সমস্ত কথা বলা বিজেপির সংস্কৃতির মধ্যে পড়ে।" তাঁর আরও দাবি, এই ধরনের কথা বলে কোনও লাভ নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। বিজেপি একটি পঞ্চায়েতও জিতবে না।

Last Updated : Jun 25, 2023, 11:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details