পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"BJP গল্প তৈরি করছে", গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দাবি জ্যোতিপ্রিয়র - sashan

শাসনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি বলেন, এখন যে কোনও কারণে, যাই হোক, ঢিল পড়লেও তৃণমূলকে দোষ দেওয়া হচ্ছে ।

জ্যোতিপ্রিয় মল্লিক

By

Published : Aug 25, 2019, 5:08 PM IST

Updated : Aug 25, 2019, 8:18 PM IST

বারাসত, 25 অগাস্ট : শাসনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি বলেন, "এখন যে কোনও কারণে, যাই হোক, ঢিল পড়লেও তৃণমূলকে দোষ দেওয়া হচ্ছে । কারা দিচ্ছে? BJP, CPI(M) ও কংগ্রেস । গতকাল থেকেই আমি শাসনের ঘটনার দিকে নজর রেখেছি । ঘটনার সঙ্গে তৃণমূলের কোন‌ও যোগ নেই ।" তিনি আরও বলেন, "বারাসত 2 নম্বর ব্লকের 7টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে । আমাদের যেখানে সব পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলে রয়েছে সেখানে আমরা লড়াই করতে যাব কেন?"

বিরোধীদের দিকে অভিযোগ তুলে জ্যোতিপ্রিয় বলেন, "এখন বিরোধীদের শাসনে ঢুকতে হবে । BJP-র হাত ধরে CPI(M) ঢোকার চেষ্টা করছে । সেই জায়গায় যদি লড়াই হয় সেটা একটা ব্যাপার । ঝামেলা করে ঢোকার চেষ্টা করছে । আমাদের একটা লোকেরও এতে যোগ নেই । আমাদের শাসন নিয়ে লড়াই করারও দরকার নেই । এখন যদি BJP ভেড়ির দখলদারি নিতে যায় সেখানে লড়াই হতে পারে । ভেড়ির টাকার একটা অংশ গরিব মানুষদের দেওয়া হয় । এখন BJP যদি মনে করে গরির মানুষের সেই টাকার দখল নিতে হবে, তার জন্য শাসনে লড়াই হতে পারে । তার জন্য গ্রামবাসীরাই যথেষ্ট । আমাদের কিছু করতে হবে না ।"

শাসনের একদা বেতাজ বাদশা মজিদ মাস্টারের নাম উল্লেখ করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "তাঁকে শাসন ছাড়া করা হয়েছে । অত্যাচারিত গ্রামবাসীরা তাঁকে শাসন থেকে বিতাড়িত করেছে । আমাদের দলের মধ্যে কোনও কোন্দল নেই । BJP নতুন করে গল্প তৈরি করছে । ভালো গল্প না হলে বিষয়টাও জমে না । ওরা এখন শাসন নিয়ে সেটাই করছে ।"

শুনুন বক্তব্য

জ্যোতিপ্রিয়র অভিযোগ খারিজ করে পালটা BJP-র জেলা সহ-সভাপতি শংকর দাস বলেন, "নিজেদের দোষ ঢাকতেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে । ওখানকার মানুষ‌ই তো বলছে, ঘটনার পিছনে তৃণমূলের দুই গোষ্ঠী রয়েছে । এখানে কোথা থেকে BJP এল সেটা বুঝতে পারছি না । আসলে BJP ভূত তাড়া করে বেড়াচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে । তাই সব কিছুতেই আমাদের টেনে আনা ওনার অভ্যাস হয়ে গেছে । গল্প তৈরি করতে ওনার চেয়ে বড় আর কেউ নেই ।"

Last Updated : Aug 25, 2019, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details