মধ্যমগ্রাম, 21 জুলাই : বিজেপি বোধহীন বলেই রাজঘাটে বসে শহিদ দিবস পালন করছে ৷ ওদের ওখানে বসা উচিত হয়নি । অন্যায় করেছে । মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে শহিদ দিবসের কর্মসূচিতে যোগ দিয়ে এভাবেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন তৃণমূল জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।
বুধবার মধ্যমগ্রামে তৃণমূল জেলা কার্যালয়ের সামনে শহিদ দিবসের কর্মসূচি হয় । দলীয় পতাকা উত্তোলনের পর শহিদ বেদিতে মাল্যদান করেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । এছাড়াও শহিদদের শ্রদ্ধা জানান বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী সহ প্রথম সারির নেতারা । এদিকে শাসক দলের শহিদ দিবসের দিনেই 'গণতন্ত্র বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও'-স্লোগানকে সামনে রেখে দলের শহিদদের শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি করে বিজেপি । রাজ্যের পাশাপাশি দিল্লিতে মহাত্মা গান্ধির সমাধিস্থল রাজঘাটে বসে কর্মসূচি পালন করে গেরুয়া শিবির । রাজঘাটের কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিন গেরুয়া শিবিরের সেই শহিদ শ্রদ্ধার্ঘ নিয়ে খোঁচা দেন তৃণমূল নেতা তথা রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁর কথায়, "রাজঘাটে এভাবে বসা যায় নাকি ৷ যারা গান্ধিজিকে হত্যাকারীরা গান্ধি মূর্তির তলায় বসে পড়ল ৷ বরং ওদের নাথুরাম গডসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওখানে বসা উচিত ছিল ।"
বুধবার বিজেপিকে কটাক্ষ করে জ্যোতিপ্রিয় আরও বলেন, "বিজেপির বোধ বুদ্ধি কম । যারা 200 আসন পাওয়ার আশায় লড়াই করতে নেমেছিল তাদের 77 আসনে থামিয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়েছে বাংলার মানুষ । ওরা রাজঘাটে বসে গান্ধিজিকে অপমান করেছে ।"