ব্যারাকপুর, ৪ মার্চ : গভীর রাতে BJP নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। হামলায় গুরুতর জখম হয়েছেন BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলা BJP-র সহ-সভাপতি অসিত অধিকারী ও সদস্য সুব্রত দাস সহ মোট পাঁচজন। ঘটনাটি ঘটে নৈহাটির ১ নম্বর ওয়ার্ডের আম্রপল্লি এলাকায়। আহতদের রাতেই নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
উল্লেখ্য, গতকাল রাজ্যজুড়ে BJP বিজয় সংকল্প যাত্রার আয়োজন করেছিল। ব্যারাকপুর সাংগঠনিক জেলা BJP-র পক্ষ থেকেও ব়্যালির আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ সেই ব়্যালি আটকে দেয়। ফলে পুলিশ ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বাধে।
ব্যারাকপুর সাংগঠনিক জেলা BJP সভাপতি ফাল্গুনী পাত্র সহ দলের শতাধিক কর্মী-সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। পরে অবশ্য সকলকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি তখনকার মতন স্বাভাবিক হলেও গভীর রাতে বাইক ব়্যালিতে BJP-র যে নেতা-কর্মীরা অংশ নিয়েছিলেন, তাঁদের বাড়ি বাড়ি হামলা চালায় দুষ্কৃতীরা।
ফাল্গুনী অভিযোগ করেছেন, "তৃণমূলের হার্মাদরা গতকাল গভীর রাতে বাড়ি বাড়ি ঢুকে আমাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চলিয়েছে। তাঁদের রক্তাক্ত করেছে।" হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ BJP-র পক্ষ থেকে নৈহাটি ও খড়দহ থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানানো হয়েছে BJP-র পক্ষ থেকে।
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করেছেন নৈহাটি পৌরসভার প্রধান অশোক চট্টোপাধ্যায়। তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের দলের ছেলেরা কেউই পথে নামেনি। প্রশাসনিকভাবে পুলিশ মিছিল করতে বাধা দিয়েছিল।"