পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনগাঁয় BJP কর্মীকে ভোট দিতে বাধা, মারধরের অভিযোগ

বনগাঁয় ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হন রাজু তরফদার নামে এক BJP কর্মী ।

রাজু তরফদার

By

Published : May 6, 2019, 1:56 PM IST

বনগাঁ , 6 মে : বনগাঁ লোকসভার অন্তর্গত স্বরূপনগর বিধানসভা এলাকার চিতুরি 121 নম্বর বুথে BJP কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । পাশাপাশি ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হন রাজু তরফদার নামে এক BJP কর্মী । তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ । অভিযোগ তৃণমূলের দিকে ।

এই বিষয়ে রাজু বলেন, "আমি ভোট দিতে যাচ্ছিলাম । আমাকে বাধা দিয়ে ওরা বলে ভোট দিতে যেতে হবে না । আমি তখন তাদের বলি যে আমি নিজের ভোট নিজে দেব । যা শুনে তৃণমূলের তিন চার জন আমাকে মারধর করে ।" পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, "এখানে বেশিরভাগ লোককে ভোট দিতে দেওয়া হচ্ছে না । BJP সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details