পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bikash Ranjan Bhattacharya: 'নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের ঘাটতি রয়েছে', কটাক্ষ বিকাশের - আইনজীবী

'নিয়োগ দুর্নীতির তদন্তে কোথাও না কোথাও ঘাটতি রয়েছে সিবিআইয়ের (CBI)। তাই, বিচারপতির ক্ষোভ সঙ্গত'। তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সহমত পোষণ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

Bikash Ranjan Bhattacharya
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সহমত পোষণ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য

By

Published : Feb 3, 2023, 10:25 AM IST

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সহমত পোষণ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য

বারাসত, 3 ফেব্রুয়ারি: "নিয়োগ দুর্নীতির তদন্তে কোথাও না কোথাও ঘাটতি রয়েছে সিবিআইয়ের। তাই, বিচারপতির ক্ষোভ প্রকাশ সঙ্গত।" শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) সঙ্গে সহমত পোষণ করে এমনই মন্তব্য করেছেন সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বাম শরিক ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিতে বৃহস্পতিবার রাতে উত্তর 24 পরগনার বারাসতে আসেন তিনি।

আলোচনা সভায় যোগ দেওয়ার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতার প্রাক্তন মেয়র । তখনই এক প্রশ্নের উত্তরে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো ক্ষেদ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, "দেশের অন‍্যতম প্রধান তদন্তকারী সংস্থা সিবিআই। অথচ, যে দায়িত্ব কিংবা যোগ্যতা পালন করা উচিত ছিল তাঁদের, তা কোনওটায় দেখাতে পারেনি বিভিন্ন দুর্নীতির তদন্তে। এটাই বারবার সামনে এসেছে। সারদা এবং নারদার মতো দুর্নীতির মামলাতেও সিবিআইয়ের গতি শ্লথ ছিল। এই দুর্নীতির সঙ্গে আবার শাসকদলের লোকেরা যুক্ত ছিলেন। তা সত্ত্বেও গতি পায়নি সিবিআই তদন্তে। বরং তদন্তকারীরা প্রভাবিত হয়েছে রাজনৈতিক নেতাদের দ্বারা। এটা খুব দুঃখের এবং লজ্জার।"

আরও পড়ুন:মুখ্যমন্ত্রী-বিশ্বভারতীর উপাচার্য তরজা নিয়ে কটাক্ষ সেলিমের

নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়া নিয়ে এই সিপিএম নেতা বলেন, "শিক্ষক নিয়োগের এতবড় দুর্নীতি আগে কখনও দেখেনি দেশের মানুষ। তাই, এই নিয়ে চর্চা শুরু হয়েছে বিশ্বেও। অথচ সিবিআইয়ের কাছে ভালভাবে তদন্ত করে দক্ষতা প্রমাণ করার সুযোগ ছিল। তা কোথাও যেন ঘাটতি থেকে যাচ্ছে। তাই, ক্ষোভ প্রকাশ করছেন বিচারপতিরা। এই নিয়ে আমরা যখন প্রশ্ন তুলি, তখন অনেকেই তা গ্রহণ করতে চান না। এখন বিচারপতিরা প্রশ্ন তোলায় মানুষ গ্রহণযোগ্য মনে করছে। সঙ্গত কারণেই ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অন্যদিকে, তদন্তে যোগ্যতা প্রমাণ করতে হলে সিবিআইয়ের সময়মতো জেগে ওঠা উচিত বলেও মনে করছেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

ABOUT THE AUTHOR

...view details