পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালি কাণ্ডে এবার ইডির বিরুদ্ধেই এফআইআর পুলিশের - ইডির বিরুদ্ধেই মামলা

Sandeshkhali Incident: উত্তর 24 পরগনার ন‍্যাজাট থানার পুলিশ সন্দেশখালি কাণ্ডে ইডির বিরুদ্ধেই মামলা রুজু করল । তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

Nazat PS
Nazat PS

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 3:00 PM IST

সন্দেশখালি, 6 জানুয়ারি: সন্দেশখালি কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধেই মামলা রুজু করল উত্তর 24 পরগনার ন‍্যাজাট থানার পুলিশ । এফআইআর-এ উল্লেখ করা হয়েছে শুক্রবার না জানিয়ে এবং ওয়ারেন্ট ছাড়াই ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন । সূত্রের খবর, ইডির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ন‍্যাজাট থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার । পুলিশ পরবর্তীতে সেটিকে এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু করে ৷

এছাড়াও সন্দেশখালির ঘটনায় আরও দু’টি মামলা মামলা রুজু হয়েছে ন‍্যাজাট থানায় । ইডির অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর । বেপরোয়া অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আরেকটি মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ । সেখানে সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে ।

এদিকে, এর আগেই সন্দেশখালির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । শুক্রবার রাতে রাজ্য পুলিশের ডিআইজি রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার এসপি জবি থমাসের কাছে ই-মেল মারফত অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি । অভিযোগে উল্লেখ করা হয়েছে, কোর্ট ওয়ারেন্ট নিয়ে শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা । এরপরই হামলায় আক্রান্ত হন তাঁরা । যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে উলটো সুরই বলা হয়েছে পুলিশের এফআইআর-এ ।

অন‍্যদিকে, সন্দেশখালি কাণ্ডে এখনও অধরা হামলাকারীরা । শুক্রবার সকালের ঘটনা৷ শনিবার বেলা পর্যন্ত পুলিশের কোনও হেলদোল নেই বলে অভিযোগ । ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কেবলমাত্র পাঁচজন-কে আটক করা ছাড়া কোনও গ্রেফতারি নেই এখনও অবধি । স্বভাবতই পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে । তবে, ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের তৎপরতা বেড়েছে ঠিকই । কিন্তু, এই তৎপরতা পুলিশ আগে দেখালে এই 'লজ্জাজনক' ঘটনা এড়াত যেত বলেই মনে করছেন অনেকে ।

যদিও, সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড 'বালু' ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের হদিস মিলছে না ঘটনার পর থেকেই ! বাড়িতেও নেই তিনি । কার্যত বেপাত্তা হয়ে গিয়েছেন সন্দেশখালির এই 'ত্রাস' ! কিন্তু প্রশ্ন হল, হঠাৎ কোথায় উবে গেলেন ? পালিয়ে যাননি তো অন‍্য কোথাও ? কেনই বা কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের আটকাতে তিনি ও তাঁর অনুগত দুষ্কৃতীরা এতটা বেপরোয়া হয়ে উঠেছিলেন ? এই সমস্ত প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন তদন্তকারীরা । আর তার উত্তর মিলতে পারে একমাত্র হামলাকারী অভিযুক্তরা গ্রেফতার হলেই ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ও বসিরহাটের পুলিশ সুপারকে অভিযোগ ইডির
  2. সন্দেশখালির ঘটনায় দুটি রিপোর্ট তৈরি ইডি'র, আজই পাঠানো হচ্ছে দিল্লিতে
  3. সন্দেশখালি ঘটনায় 10 জনকে আটক করল পুলিশ, বাড়ল তৎপরতাও

ABOUT THE AUTHOR

...view details