সন্দেশখালি, 6 জানুয়ারি: সন্দেশখালি কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধেই মামলা রুজু করল উত্তর 24 পরগনার ন্যাজাট থানার পুলিশ । এফআইআর-এ উল্লেখ করা হয়েছে শুক্রবার না জানিয়ে এবং ওয়ারেন্ট ছাড়াই ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন । সূত্রের খবর, ইডির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার । পুলিশ পরবর্তীতে সেটিকে এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু করে ৷
এছাড়াও সন্দেশখালির ঘটনায় আরও দু’টি মামলা মামলা রুজু হয়েছে ন্যাজাট থানায় । ইডির অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর । বেপরোয়া অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আরেকটি মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ । সেখানে সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে ।
এদিকে, এর আগেই সন্দেশখালির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । শুক্রবার রাতে রাজ্য পুলিশের ডিআইজি রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার এসপি জবি থমাসের কাছে ই-মেল মারফত অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি । অভিযোগে উল্লেখ করা হয়েছে, কোর্ট ওয়ারেন্ট নিয়ে শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা । এরপরই হামলায় আক্রান্ত হন তাঁরা । যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে উলটো সুরই বলা হয়েছে পুলিশের এফআইআর-এ ।