হিঙ্গলগঞ্জ, 21 এপ্রিল: নির্বাচন মিটে গেলেও ভোট-পরবর্তী হিংসা অব্যাহত ৷ এমনই একটি ঘটনায় বুধবার সকালে হিঙ্গলগঞ্জে জখম হতে হল নেত্রী-সহ চার বিজেপি কর্মীকে ৷ আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য ৷ অভিযোগ, হাসনাবাদ ভবানীপুরে নব্য বিজেপির হাতে আক্রান্ত হতে হচ্ছে আদি কর্মীদের ৷ রেয়াত করা হচ্ছে না মহিলা কর্মীদেরও ৷ আদি-নব্য লড়াইয়ের ফলস্বরূপই এদিন এই ঘটনা ঘটে ৷ হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
অভিযোগ, ভবানীপুর 1-এর বাসিন্দা 'আদি' বিজেপি কর্মী কাকলি গাইনের পরিবারের উপর সদলবলে হামলা চালায় 'নব্য' বিজেপি কর্মী টেন্টু মল্লিক এবং স্বরূপ মল্লিকের নেতৃত্বে একদল দুষ্কৃতী ৷ এদিন সকাল দশটা নাগাদ হামলা চালনো হয় ৷ বাড়ি থেকে বের করে কাকলি গায়েনের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় ৷ শাবল দিয়ে তাঁর পায়ে সজোরে মারে দুষ্কৃতীরা ৷ প্রতিবাদ করতে এলে তাঁর স্বামীকেও বেধড়ক মারধর করা হয় ৷ আক্রান্ত হয়েছেন তাঁর দুই ছেলেও ৷ তাঁরা চারজনই টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷