বাগদা, 23 এপ্রিল : ষষ্ঠ দফার ভোটগ্রহণে উতপ্ত হয়েছিল সীমান্ত বুথ রণঘাট । পুলিশের গুলিতে আহত হয়েছেন দুই বিজেপি কর্মী । ভোট মিটলেও আতঙ্ক কাটেনি উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা রণঘাট গ্রামে । প্রায় পুরুষশূন্য এলাকা । আতঙ্কে রাত কেটেছে তাঁদের । শুক্রবার সকালে উদ্ধার হয়েছে দু'টি গুলির খোল ।
ষষ্ঠ দফার নির্বাচনে বাগদার রণঘাট পঞ্চায়েতের 35 ও 36 নম্বর বুথের সামনে সংঘর্ষের জেরে পুলিশের গুলি চালানোর ঘটনায় তোলপাড় হয় রাজ্য । গুলি লেগে দু’জন গ্রামবাসী জখম হয়েছেন । গুলি চালানোর কথা স্বীকার করেছে নির্বাচন কমিশন । ঘটনার 24 ঘণ্টা কাটলেও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর । শুক্রবার রণঘাট গ্রামে গিয়ে দেখা গেল গ্রাম প্রায় পুরুষশূন্য, থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা । আতঙ্কের ছাপ বাসিন্দাদের চোখে-মুখে । জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না ।