ভাটপাড়া, 11 এপ্রিল : চতুর্থ দফা মিটতে না মিটতেই উদ্ধার গুলি, বোমা সহ বোমা তৈরির মশলা ও সরঞ্জাম ৷ নির্বাচনের মধ্যে ভাটপাড়ার এক ক্লাব থেকে উদ্ধার হয় বোমা, গুলি ৷ তদন্তে ভাটপাড়া থানার পুলিশ ৷ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে পুলিশি হেফাজতে নেওয়া হয়নি ৷
শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার জন্য নির্বাচন কমিশনের তরফে রাজ্য জুড়ে চলছে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ গতরাতে ভাটপাড়া থানার পুলিশ ওই ক্লাবে হানা দেয় ৷ সেখান থেকে উদ্ধার হয় একাধিক ড্রাম ভর্তি বোমা, বুলেট ৷ এমনকি বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ৷
আরও পড়ুন : ভাঙড়ে ভোটের আগে 35টি বোমা উদ্ধার
ঘটনার পর থেকে ওই ক্লাবের বেশ কয়েকজন সদস্য পলাতক ৷ তাদের মধ্যে অঙ্কিত সাউ ও লক্ষ্মণ দেবনাথ নামে দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ পুলিশ বোমাগুলি উদ্ধারের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ৷ কী কারণে এত বোমা মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ ৷
গুলি বোমা উদ্ধার ভাটপাড়ায়, দেখুন ভিডিয়ো... স্থানীয় বাসিন্দারা এই নিয়ে খুব বেশি বলতে চাইলেন না ৷ তাঁরা বলেন, "ওই ক্লাবে কারা আসে যায় জানি না ৷ তবে আড্ডার ঠেক হয়ে উঠেছিল ওই ক্লাব ৷ বাড়ির ছেলেরা বাইরে কাজে যায় ৷ মেয়েরাও বাড়ির বাইরেও বেরোয় না ৷ জানিও না পুলিশ কী নিয়ে গেছে ৷ ঘটনায় আমরা আতঙ্কিত ৷"
চলতি মাসের 22 তারিখ জগদ্দল বিধানসভা কেন্দ্রে নির্বাচন ৷ ওই এলাকায় যাতে অশান্তি ছড়ানো যায় তার জন্য বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল বলে মনে করছে অনেকে ৷