বাগদা, 17 এপ্রিল : "খেলা শেষ হয়েছে বুঝে গিয়েছে, তাই ভয় দেখিয়ে খেলা জেতার চেষ্টা করছে ৷ কিন্তু সাধারণ মানুষকে সচেতন, তাঁরাই প্রতিরোধ করছেন ৷ " উত্তর 24 পরগনার বাগদায় প্রচারে একথা বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
শনিবার সকালে বাগদা হাইস্কুলের মাঠে হেলিকপ্টারে নামেন দিলীপ ঘোষ। সেখান থেকে বাগদা গাঁড়াপোতা সিদ্ধেশ্বরী কালীমন্দিরে এসে পুজো দেন তিনি । পুজো শেষে সুসজ্জিত ট্যাবলোতে বাগদার প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে গাঁড়াপোতা বাজার থেকে বাগদা পর্যন্ত 13 কিলোমিটার রোড-শো করেন দিলীপ । তাঁর সঙ্গে ছিলেন বাগদার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস ও বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর । শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চম দফার নির্বাচনে সকাল থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "যাঁরা হেরে গিয়েছেন, তাঁরা খেলাটাকে ভণ্ডুল করার চেষ্টা করছেন । খেলা শেষ হয়েছে বুঝে গিয়েছেন, তাই ভয় দেখিয়ে খেলা জেতার চেষ্টা করছেন । কিন্তু সাধারণ মানুষ খুব সতর্ক, তাঁরা ভোট দিয়ে এর প্রতিরোধ করছেন, প্রতিবাদ করছেন ।’’