পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাসনে মাছের ভেড়ি থেকে উদ্ধার 30টি বোমা - শাসন

বৃহস্পতিবার দুপুরে বড়পোলের মাছের ভেড়ির ধারে পড়ে থাকা দু‘টি ব্যারেল থেকে মেলে 30টি তাজা বোমা ।

30 fresh bombs recovered from fish ponds of Shasan
30 fresh bombs recovered from fish ponds of Shasan

By

Published : Mar 25, 2021, 7:02 PM IST

শাসন, 25 মার্চ: ভোটের মুখে উত্তর 24 পরগণার শাসন থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করল পুলিশ । বৃহস্পতিবার শাসনের বড়পোলের মাছের ভেড়ির ধার থেকে মেলে 30টি তাজা বোমা । পরে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এলাকায় একসঙ্গে এতগুলি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা । কে বা কারা, কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে শাসন থানার পুলিশ ।

আরও পড়ুন: ভাঙড়ে 21টি বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বড়পোলের মাছের ভেড়ির ধারে গাছের তলায় দু‘টি ব্যারেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় শাসন থানায় । খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থানে আসে । ব্যারেল খুলতেই মেলে 30টি তাজা বোমা । এরপর বোমাগুলিকে জলের ড্রামে ফেলে নিষ্ক্রিয় করা হয় । ভোটের মুখে এলাকায় এতগুলি তাজা বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে শাসনে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বড়সড় অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যেই বোমা মজুত করা হয়েছিল ৷ ঘটনার পিছনে হাত থাকতে পারে কোনও দুষ্কৃতী দলের । সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ ।

এর আগে উত্তর 24 পরগণার হাবড়া ও দেগঙ্গা থেকে মিলেছিল প্রচুর তাজা বোমা । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার শাসন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা ।

ABOUT THE AUTHOR

...view details