পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার অবস্থানের আগে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পৌরপ্রধানের ঘরে তালা - জয় শ্রীরাম

আগামীকাল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নৈহাটি পৌরসভার সামনে অবস্থানে বসবেন । অভিযোগ, রাজনৈতিক হিংসার জেরে ঘরছাড়া বহু দলীয় কর্মী-সমর্থক । তাদের ঘরে ফেরাতেই অবস্থানে বসবেন তিনি । কিন্তু তার আগেই আজ বিকেলে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ঘরের দরজায় তালা লাগালো একদল দুষ্কৃতী । অভিযোগের তির BJP-র দিকে ।

নৈহাটি পৌরসভা

By

Published : May 29, 2019, 8:53 PM IST

Updated : May 29, 2019, 9:48 PM IST

নৈহাটি, 29 মে : নৈহাটি পৌরসভার সামনে বৃহস্পতিবার দুপুরে অবস্থান করবে তৃণমূল কংগ্রেস । অবস্থানে অংশগ্রহণ করবেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি । কিন্তু তার আগেই আজ বিকেলে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে নৈহাটি পৌরভবনে ঢোকে । তারা পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ঘরের দরজার তালা ভেঙে সেখানে অন্য তালা লাগিয়ে দেয় । শুধু তাই নয়, পৌরপ্রধানের নেমপ্লেট ও পৌরসভার CCTV ক্যামেরার রেকর্ডিং বক্সও (DPR) খুলে নিয়ে চলে যায় । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসনটি নিজেদের দখলে নিয়েছে BJP । অভিযোগ, তারপর থেকেই রাজনৈতিক হিংসার জেরে ঘরছাড়া তৃণমূল কংগ্রেসের বহু কর্মী-সমর্থক । এই পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতেই আগামীকাল নৈহাটি যাচ্ছেন নেত্রী মমতা ব্যানার্জি । দুপুরে পৌরসভার সামনে অবস্থানে বসবেন তিনি ।

পৌরসভার এগজ়িকিউটিভ অফিসার রামদেও প্রসাদ বর্ণাল বলেন, "আমি যখন অফিসে আসি কিছু লোক জটলা পাকিয়েছিল নতুন ব্লিডিং-এর গ্রাউন্ড ফ্লোরে । জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল । অফিসে এসে বসার কিছুক্ষণ পরে তারা এসে শাসাতে শুরু করল । সবার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল । 30-40 জনের মত ছিল । ভিতরে এসে বলল, ফাইল যেন এদিক থেকে ওদিক না সরে । কোনও সই করবেন না । কোনও কাজ হবে না । তারা পৌরপ্রধানের ঘরের চাবি চাইছিল । আমার কাছে চাবি থাকে না জানালে, কী বোর্ড থেকে চাবি নিয়ে তালা খুলে নিল । " বিষয়টি নৈহাটি থানা ও মহকুমা শাসককে ফোন করে জানানো হয়েছে ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে, এই বিষয়ে এলাকার BJP নেতা গণেশ দাস বলেন , "জয় শ্রীরাম স্লোগান দিলেই কেউ BJP হয়ে যায় না । দুষ্কৃতীরা যে দলেরই হোক না কেন তাদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয় ।"

Last Updated : May 29, 2019, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details