বারাসত (উত্তর 24 পরগনা), 8 ফেব্রুয়ারি: শব্দ দানবের তাণ্ডবে নাজেহাল বারাসত সদরের বাসিন্দারা ৷ বিশেষত, গুরুত্বপূর্ণ রাস্তার আশেপাশের জনবসতির বাসিন্দাদের জীবন অতিবাহিত করা দায় হয়ে গিয়েছে ৷ প্রায় রোজই কোনও না কোনও অনুষ্ঠানের নামে উচ্চস্বরে মাইক বাজানো যেন রীতি হয়ে গিয়েছে, বারাসতের কলোনি মোড়, চাঁপাডালি ও হরিতলা মোড়ের মতো এলাকা ৷ আর এনিয়ে বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ের কাছে বহু অভিযোগ জমা পড়েছে (Barasat Residents Fed Up With Sound Pollution) ৷
উল্লেখ্য, ফেব্রুয়ারির 23 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৷ পরের মাসে শুরু হবে উচ্চমাধ্যমিক ৷ সবমিলিয়ে ছাত্রছাত্রীদের কেরিয়ারের সবচেয়ে বড় দু’টি বোর্ডের পরীক্ষা সামনে ৷ এই পরিস্থিতি নিত্যদিন নানান অজুহাতে তারস্বরে মাইক বাজানো নিয়ম হয়ে গিয়েছে বারাসত সদরে ৷ বিশেষ করে প্রায়দিনই কোনও না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকে ৷ আর রাজনৈতিক সভা-সমাবেশ তো রয়েছেই ৷ সব মিলিয়ে পরীক্ষার মরশুমে পড়ুয়াদের পড়াশোনায় মনোসংযোগ করা দায় হয়ে গিয়েছে ৷
এতো গেল পড়ুয়াদের কথা ৷ বয়স্ক মানুষ এবং হৃদরোগের রোগীদের অবস্থাও করুণ ৷ তারস্বরে মাইক বাজার ফলে তাদেরও সমস্যা বাড়ছে ৷ অনেকই অসুস্থ হয়ে পড়ছেন মাইকের কর্কশ শব্দে ৷ দিন-রাত রাস্তার মোড়ে মোড়ে মাইকে গান চালানো যে কোনও অনুষ্ঠানের আগে বাধ্যতামূলক হয়ে গিয়েছে বলে অভিযোগ বারাসতের বাসিন্দাদের ৷ এমনকি এই শব্দ দানবের জেরে রাস্তায় গাড়ির হর্ন শোনাও দায় হয়ে গিয়েছে ৷ ফলে প্রায়ই ছোট-বড় পথ দুর্ঘটনা ঘটেই চলেছে ৷ বিশেষ করে 34 ও 35 নম্বর জাতীয় সড়কে প্রায়ই পথ দুর্ঘটনা হচ্ছে গাড়ির হর্নের শব্দ কান পর্যন্ত না পৌঁছানোয় ৷ আর এর মূলে রাস্তার ধারে তারস্বরে বেজে মাইক দায়ী বলেই অভিযোগ সাধারণ মানুষের ৷