পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিন রাজ্য ফেরত শ্রমিকদের ভাত খাইয়ে বাড়ি ফেরাল বারাসত থানা

অন্ধ্রপ্রদেশ থেকে বালুরঘাটের বাড়িতে ফিরছিলেন 22 জন শ্রমিক ৷ 34 নম্বর জাতীয় সড়কে তাঁদের হাঁটতে দেখে আটকায় পুলিশ ৷

Barasat police fed labourers
শ্রমিকদের খাইয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করল বারাসত থানা

By

Published : May 17, 2020, 3:18 PM IST

বারাসত, 17 মে : ভিন রাজ্যের 22 জন নির্মাণ শ্রমিককে খাইয়ে তাঁদের বাসে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করল বারাসত থানার পুলিশ । গতকাল রাতে হেঁটেই ভিন রাজ্যের এই নির্মাণ শ্রমিকরা বালুরঘাটের বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন । বারাসত কলোনি মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে তাঁদের হাঁটতে দেখে সন্দেহ হয় পুলিশের । তাঁদের জিজ্ঞাসাবাদ করে, বারাসত থানায় নিয়ে গিয়ে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় । পরে তাঁদের গাড়িতে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে পুলিশ ৷

এরপর,গাড়ির ব্যবস্থা করে ওই নির্মাণ শ্রমিকদের বাড়ির দিকে রওনা করিয়ে দেয় পুলিশ।পুলিশের মহানুভবতায় আপ্লুত শ্রমিকরা।পাশে দাঁড়ানোয় প্রশংসাও করেছেন তাঁরা।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে থেকে কয়েক মাস আগে অন্ধপ্রদেশের রাজমান্ডি জেলার সিরিডিতে সেতু নির্মাণের কাজে গিয়েছিলেন 22 জন শ্রমিক । একটি ঠিকাদারি সংস্থার অধীনে কাজও করছিলেন তাঁরা । লকডাউন জারি হওয়ায় সকলেই আটকে পড়েন সেখানে । বন্ধ হয়ে যায় নির্মাণের কাজ । চরম সংকটে পড়েন ওই নির্মাণ শ্রমিকরা । বাড়ি ফেরার চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি । কষ্ট করে দিনযাপন করতে হচ্ছিল তাঁদের । শ্রমিকদের অবস্থা দেখে তাঁদের পাশে দাঁড়ান নির্মাণ সংস্থার ম্যানেজার । তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন তিনি । সেই মতো বালুরঘাটের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় । এরাজ্যে প্রবেশের অনুমতি পাওয়ার পর ওই নির্মাণ শ্রমিকদের জন্য একটি বাসের ব্যবস্থা করেন সংস্থার ম্যানেজার । তিনদিন আগে সেই বাসে কর্মস্থল থেকে রওনা দেন শ্রমিকরা । গতকাল তাঁদের নিয়ে বাস এসে পৌঁছয় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে । কিন্তু, শ্রমিকদের নিয়ে আসা বাসটিকে আর এগোতে দেওয়া হয়নি সেখান থেকে । খড়গপুর থেকে পুলিশই একটি গাড়ির ব্যবস্থা করে কলকাতার দিকে রওনা করিয়ে দেয় শ্রমিকদের ।

কলকাতায় পৌঁছে কোনও যানবাহন না পেয়ে শেষে হাঁটা শুরু করেন সকলে । ইচ্ছে ছিল হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করবেন । কিন্তু,তার আগেই বারাসতের 34 নম্বর জাতীয় সড়কে শ্রমিকদের আটকায় পুলিশ । তাঁদের নিয়ে যাওয়া হয় বারাসত থানায় । সেখানে শ্রমিকদের বসিয়ে ভাত ও ডিমের ঝোল খাওয়ানোর ব্যবস্থা করে পুলিশ । তার আগে দেওয়া হয় সামান্য টিফিনও । এরপর,ওই শ্রমিকদের বাড়ি ফেরাতে একটি বাসের ব্যবস্থা করে পুলিশ । তাতে করেই বাড়ির দিকে রওনা দেন ভিন রাজ্য ফেরত ওই শ্রমিকরা । পুলিশের এই উদ্যোগের প্রশংসা করতেও ভোলেননি তাঁরা । এই বিষয়ে শ্রমিক দীপক সরকার বলেন, "রাস্তায় পুলিশ ও প্রশাসন খুবই সহযোগিতা করেছে আমাদের । খাওয়ানো থেকে শুরু করে থার্মাল স্ক্রিনিং দিয়ে চেক-আপ করা সবকিছুই পুলিশ পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে । কলকাতা থেকে যানবাহন না পেয়েই নিরুপায় হয়ে আমরা হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছিলাম । তবে, পুলিশ গাড়ির ব্যবস্থা করে দেওয়ায় আর বাড়ি পর্যন্ত হাঁটতে হয়নি । ওঁদের জন্যই বালুরঘাটের বাড়ির দিকে রওনা দিতে পারছি আমরা । নির্মাণ সংস্থার কর্তৃপক্ষও আমাদের বাড়ি ফেরাতে সবরকম ভাবে সহযোগিতা করেছে । ওঁদের অবদানও প্রশংসা করার মতোই ।’’ এর আগেও আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছিল বারাসত থানার পুলিশকে ।

ABOUT THE AUTHOR

...view details