পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Barasat Safe Home : সেফ হোম চালু করতে তৎপর বারাসত পৌরসভা, চলছে জায়গার খোঁজ

করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় বারাসত স্টেডিয়ামে সেফ হোম তৈরি করে পৌরসভা কর্তৃপক্ষ ৷ কিন্তু বর্তমানে সেখানে পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলায় সেফ হোম তৈরির জন্য বিকল্প জায়গা খুঁজছে বারাসত পৌরসভা (Barasat municipality is looking a place to start safe home for covid patient) ৷

barasat
বারাসতে সেফ হোম চালুর জন্য স্টেডিয়ামের পরিবর্তে বিকল্প জায়গার খোঁজে পৌরসভা

By

Published : Jan 5, 2022, 9:40 PM IST

বারাসত, 5 জানুয়ারি : ওমিক্রন আতঙ্কের মধ্যেই রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ । যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য ভবনও । এই পরিস্থিতিতে ফের সেফ হোম চালুর পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দফতর । নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বিভিন্ন জেলায় বন্ধ হওয়া সেফ হোম দ্রুত চালু করতে হবে (safe home news) ।

এই নির্দেশিকা আসার পরই উত্তর 24 পরগনার বারাসতে বন্ধ সেফ হোম চালু করতে উদ্যোগী পৌর কর্তৃপক্ষ । তবে বারাসত স্টেডিয়ামের পরিবর্তে এবার বিকল্প জায়গা খুঁজে সেফ হোম চালুর পরিকল্পনা নিয়েছে পৌরসভা (barasat safe home) ।

আরও পড়ুন :Containment Zone in Barrackpore : ব্যারাকপুর পৌরসভায় 17টি জায়গায় কন্টেনমেন্ট জোন

কারণ স্টেডিয়ামের পরিকাঠামো সাজানোর কাজ চলছে । ফলে সেখানে আর সেফ হোম করা যাবে না । তাই ইতিমধ্যেই বিকল্প জায়গা খোঁজার কাজ শুরু করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ । বিকল্প জায়গা খুঁজে শীঘ্রই সেফ হোম চালু করার ব্যাপারে আশাবাদী তাঁরা ।

বারাসতে সেফ হোম চালুর জন্য স্টেডিয়ামের পরিবর্তে বিকল্প জায়গার খোঁজে পৌরসভা
উত্তর 24 পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেফ হোম চালু করার পাশাপাশি কোভিড হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত তোলা হচ্ছে । ইতিমধ্যেই সেখানে প্রায় দু'হাজার শয্যার পাশাপাশি থাকছে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স-সহ করোনা চিকিৎসার যাবতীয় ব্যবস্থা ৷

আরও পড়ুন :Covid Vaccine For Teenagers : বারাসত গালর্স স্কুলে শুরু হল 15-18 বছরের পড়ুয়াদের করোনার টিকাকরণ

তবে করোনা সংক্রমণ যে গতিতে বাড়ছে তাতে সেফ হোম চালুর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন বারাসতের বাসিন্দারা । অজিত গাইন নামে এক বাসিন্দা বলেন, "আক্রান্তদের জন্য সেফ হোম চালু হওয়াটা জরুরি । প্রশাসনের অবশ্যই উচিত এই বিষয়টির দিকে নজর দেওয়া ।" একই সুর শোনা গিয়েছে মল্লিকা গাইন নামে অপর এক বাসিন্দার গলাতেও । তিনি বলেন, "মানুষকে সুরক্ষিত রাখতে হলে সেফ হোম চালুর প্রয়োজন রয়েছে । এটা হলে সকলেরই ভাল ।"

বিষয়টি নিয়ে বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন,"প্রথমে বারাসত স্টেডিয়ামে সেফ হোম হলেও দ্বিতীয় পর্যায়ে স্টেডিয়াম সংলগ্ন হর্টিকালচার ভবনে সেফ হোম করা হয়েছিল । কিন্তু দুটি জায়গায় এবার আর পাওয়া যাবে না । সেই কারণে আমাদের বিকল্প জায়গা খুঁজতে হচ্ছে । আশা করছি, দু-এক দিনের মধ্যেই বিকল্প জায়গা খুঁজে সেফ হোম চালু করতে পারব আমরা ।"

তবে সংক্রমণে লাগাম টানতে সাধারণ মানুষকেও সচেতন এবং সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পৌরসভার প্রশাসক।

আরও পড়ুন :Barasat District Hospital : জোরকদমে চলছে নির্মাণকাজ, বারাসত হাসপাতালে শীঘ্রই চালু হবে মেডিক্যাল কলেজ

ABOUT THE AUTHOR

...view details