বারাসত, 9 মে : কোরোনা মোকাবিলায় এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করল বারাসত জেলা পুলিশ । জেলার প্রায় সব পুলিশকর্মীই তাঁদের একদিনের বেতন দান করলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে । সবমিলিয়ে 8 লাখ 43 হাজার 700 টাকার চেক তুলে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের IG রাজীব মিশ্রের হাতে । মধ্যমগ্রামের দোলতলায় জেলা পুলিশ লাইনে আজ তাঁর হাতে সেই চেক তুলে দেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । হাজির ছিলেন বারাসত রেঞ্জের DIG সি সুধাকরও । পুলিশের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া বিপুল এই অনুদান জেলার মধ্যে সবচেয়ে বেশি ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে । জরুরি পরিষেবাকেই একমাত্র ছাড় দেওয়া হয়েছে লকডাউনের আওতা থেকে । সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা । হাতে না আছে কাজ, না আছে টাকা । যার ফলে অসহায় অবস্থায় দিনযাপন করতে হচ্ছে হতদরিদ্র মানুষকে । এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ্যে ত্রাণ তহবিল গঠন করেছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী । আবেদন করা হয়েছে, ত্রাণ তহবিলে সাধ্যমতো দান করে সহযোগিতা করতে । সেইমতো সমাজকর্মী , রাজনীতিক , চিকিৎসক, বিভিন্ন সংগঠন ও অন্য পেশার সঙ্গে যুক্ত বহু মানুষজন সহযোগিতা করার জন্য এগিয়ে আসছেন । এবার সাহায্যের হাত বাড়ালেন বারাসত জেলার পুলিশকর্মীরা ।