বারাসত, 20 মে : আমফানের দাপটে তছনছ বারাসত ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। বহু জায়গায় ভেঙে কাঁচা বাড়ি । রাস্তায় উপড়ে পড়েছে ছোটো-বড় গাছ । কোথাও লাইটপোস্ট উপড়ে পড়েছে রাস্তায়। তবে, এখনও অবধি কোনও প্রাণহানির কোনও খবর মেলেনি। বিকেল থেকেই বিদ্যুৎহীন বহু এলাকা। ব্লক প্রশাসনের তরফে জানা গেছে, সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে বারাসত 2 নম্বর ব্লকের শাসন, চক আমিনপুর, ফলতি, খড়িবাড়ি, দাদপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলি।
আমফানের সবচেয়ে বেশি প্রভাব পড়বে দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে । আগেই সতর্কবাণী শুনিয়েছিল আবহাওয়া অফিস। দুপুরের পরই ধ্বংসলীলা শুরু করে আমফান । সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হাওয়ার গতি । আর তার জেরেই জেলার নানা জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বারাসত 2 নম্বর ব্লকের নানা জায়গা থেকে একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়ার খবর এসেছে ।এলাকার বহু কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে। কোথাও আবার হাওয়ার গতিতে গাছ ভেঙে কাঁচা বাড়ির ওপর এসে পড়েছে। এমনই ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাকের সঙ্গে। তাঁর কাঁচা বাড়ির উপর, একটি বড় গাছ ভেঙে পড়েছে । আগে থেকেই পাশের বাড়ি গিয়ে পরিবার নিয়ে ছিলেন। তাই বরাত জোরে প্রাণে বেঁচেছেন। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে । উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, ছোটো-বড় গাছও। তবে, কাঁচা বাড়িতে বসবাসকারী অনেক বাসিন্দাকে আগেই প্রশাসনের তরফে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে এখনও পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।