বনগাঁ, 2 অক্টোবর: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পৌঁছে দেওয়ার নাম করে গণধর্ষণের অভিযোগ বাংলাদেশের যুবতিকে । অভিযুক্ত দুই ব্যক্তি । ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল থানার নরহরিপুর এলাকায় । পুলিশ বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে । অভিযুক্ত দুই ব্যক্তি পলাতক । পেট্রাপোল থানার পুলিশ জানিয়েছে, বাংলাদেশি ওই যুবতির বিরুদ্ধেও 14 বৈদেশিক আইনে মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি যুবতির অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
বাংলাদেশি তরুণীকে গণধর্ষণের অভিযোগ পেট্রাপোল সীমান্তে
পেট্রাপোল থানার পুলিশ জানিয়েছে, বাংলাদেশি ওই যুবতির বিরুদ্ধে 14 বৈদেশিক আইনে মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি যুবতির অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের নরাইলের বাসিন্দা 26 বছরের ওই যুবতি । এক মাস আগে বৈধ কাগজপত্র ছাড়াই নিগৃহীতা কাজের জন্য চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন । তিনি পুলিশকে জানিয়েছেন, কাজের জায়গায় নিরাপত্তার সমস্যা থাকায় সেখান থেকে তিনি পালিয়ে চলে আসেন । বাংলাদেশে ফিরে যাওয়ার জন্যই তিনি পেট্রাপোলের নরহরিপুরে চলে আসেন, দাবি নিগৃহীতার । সেখানেই দুই ভারতীয় দালালের সঙ্গে তাঁর পরিচয় হয় । চোরাপথে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য দুই ভারতীয়র সঙ্গে তাঁর চুক্তিও হয়েছিল, বলেন নিগৃহীতা ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতের অন্ধকারে বাংলাদেশে নিয়ে যাওয়ার পথেই দুই ব্যক্তি মিলে ওই নিগৃহীতাকে ধর্ষণ করে । খবর পাওয়ার পরেই নরহরিপুরে গিয়ে পুলিশ বাংলাদেশি তরুণীকে উদ্ধার করে ।