পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টিটাগড়ে বাড়ির দরজা বন্ধ করে 7 জনকে পুড়িয়ে মারার চেষ্টা

একই পরিবারের সাতজনকে পুড়িয়ে মারার চেষ্টা ৷ টিটাগড় থানার বড় কাঁঠালিয়া মাঝেরপাড়া এলাকার ঘটনা ৷ ঘটনায় তদন্ত করছে পুলিশ ৷

Attempt to murder seven members of the same family in Titagarh
টিটাগড়ে একই পরিবারের সাত জনকে পুড়িয়ে মারার চেষ্টা

By

Published : Jul 31, 2020, 1:30 PM IST

Updated : Jul 31, 2020, 2:08 PM IST

টিটাগড় , 31 জুলাই : একই পরিবারের সাতজনকে পুড়িয়ে মারার চেষ্টা । ঘটনাটি উত্তর 24 পরগনার টিটাগড় থানার বড় কাঁঠালিয়া মাঝেরপাড়া এলাকার ৷ যদিও প্রতিবেশীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কোনও বড় বিপদ হয়নি । আক্রান্ত পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় কমপিউটার ডিজ়াইনার সুজয় মণ্ডল ৷ তাঁর পরিবারের 7 জন ওই বাড়িতেই থাকেন । রাত 2 টো নাগাদ দুষ্কৃতীরা বাড়ির বাইরে থেকে কেরোসিন ঢেলে ও সাইকেলের টায়ার জ্বালিয়ে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় । বাড়ির বাথরুম থেকে আওয়াজ আসতেই সুজয়বাবু ঘুম থেকে জেগে ওঠেন । তাঁরা ঘরের বাইরে বেরোনোর চেষ্টা করতেই দেখেন, বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করা রয়েছে । তাঁরা জানালা দিয়ে দেখেন, বাইরে দাউদাউ করে রান্নাঘরে আগুন জ্বলছে । তাঁরা তখন পাশের বাড়িতে ফোন করে জানান, তাঁদের বাড়িতে আগুন লেগেছে । পড়শিরা তখন এসে বাইরে থেকে দরজা খুলে দেন । ঘরবন্দী মণ্ডল পরিবারের সদস্যদের উদ্ধার করেন প্রতিবেশীরা । পরে সবাই মিলে জল ঢেলে আগুন নিভিয়ে ফেলেন । স্থানীয়দের বক্তব্য, আগে কখনও এই ধরনের ঘটনা এলাকায় ঘটেনি । রাজনৈতিক কোনও যোগাযোগ নেই মণ্ডল পরিবারের । তাঁদের সঙ্গে কারও শত্রুতাও নেই ৷ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে ওই পরিবার ৷ পুলিশ জানিয়েছে, কে বা কারা এই কাজ করেছে সেবিষয়ে তদন্ত করছে পুলিশ ৷

টিটাগড়ে বাড়ির দরজা বন্ধ করে 7 জনকে পুড়িয়ে মারার চেষ্টা

আক্রান্ত পরিবারের সদস্য সুজয়বাবুর শাশুড়ি কাজল রায় বলেন, " রাত 2 টো নাগাদ বাথরুমের দিক থেকে একটা আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায় । তখন আমার জামাই ঘুম থেকে উঠে বাইরে বেরোনোর চেষ্টা করে । সে দেখে, ঘরের দরজা বাইরের দিক থেকে বন্ধ করে দেওয়া রয়েছে । বাইরে দাউদাউ করে আগুন জ্বলছে । তখন প্রতিবেশীদের ফোন করি । তারা এসে আমাদের ঘর থেকে বের করে । আমরা এখনও আতঙ্কে রয়েছি । "

প্রতিবেশী শর্মিষ্ঠা দাসঘোষ বলেন, " রাত 2 টো নাগাদ আমার ফোনে কল আসে । তখন জানতে পারি, মণ্ডল বাড়িতে আগুন লেগেছে । তড়িঘড়ি আমরা ছুটে যাই । দরজা খুলে ওদের সবাইকে উদ্ধার করা হয় । আগুনও নেভানো হয় । আমি ওই বাড়ির রান্নাঘরের পাশে কেরোসিন পড়ে থাকতে দেখেছি । কে বা কারা তাঁদের পুড়িয়ে মারার চেষ্টা করল পুলিশ তা তদন্ত করছে । "

Last Updated : Jul 31, 2020, 2:08 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details