হিঙ্গলগঞ্জ, 10 এপ্রিল : ত্রাণ বিতরণ করতে গ্রামে যাওয়ার সময় উপপ্রধানের উপর হামলার চেষ্টার অভিযোগ । পালটা গণপিটুনিতে মৃত্যু হল একজনের । গ্রেপ্তার করা হয়েছে চারজনকে । উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের ভেটকিয়া গ্রামের ঘটনা । যদিও পালটা অভিযোগ উঠেছে উপপ্রধানের বিরুদ্ধেও । পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হামলা করার অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে ।
আজ সকালে সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদিন গাজি ত্রাণ বণ্টন করতে গ্রামে যাচ্ছিলেন । তাঁর অভিযোগ, বাড়ির মুখে মোটরবাইকে করে তিন দুষ্কৃতী তাঁর সামনে এসে পিস্তল বের করে । কিন্তু গুলি চালানোর আগেই স্থানীয় বাসিন্দারা তিনজনকে ধরে ফেলেন । শুরু হয় গণপিটুনি । ভাঙচুর করা হয় তাঁদের মোটরবাইকগুলিতেও । সঙ্গে আরও দু'জনকে বেঁধে রাখা হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুষ্কৃতীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । বিকেলে বসিরহাট জেলা হাসপাতালে আসরাফ গাজি নামে একজনের মৃত্যু হয় ।