নিউটাউন, 15 এপ্রিল : সব্যসাচী দত্তর অনুগামী তৃণমূল নেত্রী রেখা দাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। নিউটাউনের শিউলিপাড়ার ঘটনা। অভিযোগ, রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আফতাবউদ্দিনের অনুগামীরা রেখা দাস ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেছে। আফতাবউদ্দিন কাকলি ঘোষদস্তিদারের অনুগামী বলে পরিচিত। এই ঘটনায় নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গতকাল দুপুরে রেখা দাসের বাড়িতে ২০-২৫ জন যুবক হামলা চালায়। সেই সময় রেখার স্বামী স্বপন দাস বাড়িতে ছিলেন না। দুষ্কৃতীরা রেখাকে মাটিতে ফেলে মারধর করে। তাঁকে বাঁচাতে গেলে তাঁর ছেলে এবং দেওরকেও মারধর করা হয়। অভিযোগ, ওই দুষ্কৃতীরা আফতাবউদ্দিনের অনুগামী। তারা রেখাকে প্রাণে মারারও হুমকি দেয়। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থানে যায়।