পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতে BJP-র মিছিলে হামলা, জখম 8

বারাসতের BJP-র সাংগঠনিক সভাপতি শংকর চ্যাটার্জি বলেন, "পরিকল্পনা করেই পুলিশের সামনে হামলা চালানো হয় । ওরা (তৃণমূল) ভয় পেয়ে হামলা চালিয়ে আমাদের দুর্বল করতে চাইছে । কিন্তু, BJP-কে এভাবে দমানো যাবে না ।

রাস্তা আটকে BJP-র প্রতিবাদ

By

Published : Jul 18, 2019, 7:52 PM IST

বারাসত, 18 জুলাই : বারাসতে BJP-র মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । হামলার জেরে জখম হন সাত থেকে আট জন BJP কর্মী-সমর্থক । এর প্রতিবাদে মধ্যমগ্রামের চৌমাথায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র কর্মী-সর্মথকরা । যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া, কাটমানির তালিকা তৈরিসহ একাধিক ইশুতে আজ রাজ‍্যজুড়ে BDO অফিস ঘেরাওয়ের ডাক দেয় BJP । আজ দুপুরে বারাসত 2 নম্বর BDO অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় বাদু রোডর কাছে BJP-র মিছিলে হামলা চালানো হয় । বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় BJP কর্মী-সমর্থকদের । হামলার জেরে 7-8 জন দলীয়কর্মী আহত হন । BJP-র অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় ।

আরও পড়ুন : বারাসতে প্রিজ়ন ভ্যান থেকে পালাল ধর্ষণের আসামি

এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মধ্যমগ্রাম চৌমাথার যশোর রোড অবরোধ করে BJP-র কর্মী-সমর্থকরা । পুলিশের গার্ডওয়েল ফেলে রাস্তা অবরোধ করা হয় । কয়েকজন গাড়িচালক অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি শুরু হয় অবরোধকারীদের । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় BJP-র কর্মী-সমর্থকরা ।

বারাসতের BJP-র সাংগঠনিক সভাপতি শংকর চ্যাটার্জি বলেন, "পরিকল্পনা করেই পুলিশের সামনে হামলা চালানো হয় । ওরা (তৃণমূল) ভয় পেয়ে হামলা চালিয়ে আমাদের দুর্বল করতে চাইছে । কিন্তু, BJP-কে এভাবে দমানো যাবে না । শাসকদল যত হামলা করবে, আমাদের আন্দোলন ততই শক্তিশালী হবে । " যদিও, হামলার অভিযোগ অস্বীকার করেছে বারাসত তৃণমূল নেতৃত্ব । তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনা জেলা কার্যকরী সভাপতি তথা বারাসতের দায়িত্বপ্রাপ্ত নেতা রথীন ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস এই হামলার সঙ্গে জড়িত নয় । BJP-র গোষ্ঠীদ্বন্দ্বই এজন্য দায়ি ।"

ABOUT THE AUTHOR

...view details