অশোকনগর, 26 এপ্রিল:পুরনো একটি মামলায় এবার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান প্রবোধ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বারাসত আদালত (Ashoknagar TMC Leader Arrest Warrant)। একইসঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে প্রবোধের স্ত্রী রুমা সরকার এবং তাঁর সহযোগী প্রদীপ সিংয়ের বিরুদ্ধেও । আদালত সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে অশোকনগর পৌর এলাকার এক মহিলাকে মারধর, হুমকি, জাতি বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল তৃণমূলের প্রভাবশালী নেতা প্রবোধ সরকার এবং তাঁর দলবলের বিরুদ্ধে । সেই ঘটনায় অশোকনগর থানায় প্রবোধবাবু-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা । এরপর থানা থেকে অভিযোগ তুলে নিতে মহিলার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ উঠেছে ৷
হুমকি, মারধর-সহ অন্যান্য ধারাগুলি জামিন যোগ্য হলেও জাতি বিদ্বেষমূলক মন্তব্যটি ভারতীয় দণ্ডবিধির 3 নম্বর ধারা অনুযায়ী জামিন অযোগ্য বলে বিবেচিত । ফলে বিধানসভা ভোটের পর বারাসত আদালতে এসেও জামিন মঞ্জুর হয়নি তৃণমূল চেয়ারম্যান প্রবোধ সরকারের । তার জামিন খারিজ করে দেন প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক ।
আরও পড়ুন :Cooch Behar News: টাকা দিয়েও মেলেনি চাকরি, মূল্য ফেরত চাইতেই পিস্তল উঁচিয়ে তাড়া !
মহিলার আইনজীবী উত্তম কুমার বসু বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন,"এই মামলায় পুলিশের ভূমিকা একপেশে । অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করা হয়েছে প্রতি মুহুর্তে । মামলার যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তাও ছিল অসম্পূর্ণ ৷" এরপরই জামিন খারিজ করে দিয়ে বিচারক প্রবোধ সরকার সহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে খবর আদালত সূত্রে ।ইতিমধ্যে সেই গ্রেফতারি পরোয়ানার নির্দেশ সংশ্লিষ্ট থানায় পৌঁছে গিয়েছে বলেও জানা গিয়েছে আদালত মারফৎ ।
তৃণমূল নেতা প্রবোধ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে যদিও গ্রেফতারি পরোয়ানার বিষয়টি গুরুত্ব দিতে চাননি অশোকনগর-কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার । সোমবার তিনি যথারীতি পৌর পারিষদদের নিয়ে অশোকনগর পৌরসভায় গুরুত্বপূর্ণ বৈঠকও সেরেছেন । বৈঠক শেষে এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই বিষয়ে কথা বলতে আমার লজ্জা লাগে । কারণ এই ব্যাপারে রোজই দেখছি । রোজই শুনছি । তাই আমি কিছু বলব না ।"
গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে সন্দেহ প্রকাশ করে চেয়ারম্যান বলেন, "গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাহলে আমি পৌরসভায় বসে থাকতে পারতাম ! চলাফেরা এবং ঘোরাঘুরি করতে পারতাম ৷"
আরও পড়ুন :দেহ নেব না, সিবিআই তদন্তের দাবি মৃত ময়নাগুড়ির নাবালিকার পরিবারের
প্রসঙ্গত,যে মহিলাকে হুমকি, মারধর, ভীতি প্রদর্শন এবং জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে সেই মহিলাকেই বিধানসভা ভোটের ঠিক আগে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল অশোকনগরের প্রাক্তন বিধায়কের সঙ্গে । সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শেষে টিকিট পেয়েও অশোকনগর বিধানসভার প্রার্থী তালিকা থেকে ওই প্রাক্তন বিধায়কের নাম বাদ দিতে হয় তৃণমূল নেতৃত্বকে । এই ঘটনায় সম্মানহানির অভিযোগ তুলে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা । সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য মহিলাকে মারধর, হুমকি ও জাতি বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ ওঠে তৃণমূল নেতা প্রবোধ সরকার এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে । পুলিশ প্রবোধ, তাঁর স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 325,506, 341, 195(এ) এবং এসসি-এসটির 3 নম্বর ধারায় মামলা রুজু করেন অভিযুক্তদের বিরুদ্ধে ।তদন্তের পর মামলার চার্জশিটও জমা দেওয়া হয় বারাসত আদালতে । যদিও যাবতীয় অভিযোগ সেই সময় অস্বীকার করেছিলেন তৃণমূলের এই প্রভাবশালী নেতা।